Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেনো ‘ম্যানে পেয়ার কিয়া’তে সালমান, জানালেন সুস্মিতা


১২ জুন ২০২০ ১২:৫৫

সুস্মিতা সেন ১৯৯৪ সালে মিস ইউনিভার্স বিজয়ী। বলিউডেরও জনপ্রিয় অভিনেত্রী। উপহার দিয়েছেন অনেক সুপারহিট ছবি। সালমান খানের সাথে অভিনয় করেছেন ‘বিবি নাম্বার ওয়ান’ ও ‘ম্যানে পেয়ার কিয়া’তে। ‘ম্যানে পেয়ার কিয়া’ সালমান খানকে আজকের সুপারস্টার সালমান বানিয়েছে।  এ ছবিতেই তিনি প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান।

কেনো সালমানের বিপরীতে ছবিটি করতে রাজি হয়েছিলেন সুস্মিতা, জানিয়েছেন এক সাক্ষাৎকারে। তিনি বলেন, ‘বিবি নাম্বার ওয়ান’র পরে আমার সাথে সালমানের আমেরিকায় দেখা হয়। তখনই জানতাম তার সাথে ‘ম্যানে পেয়ার কিয়া’তে অভিনয় করতে যাচ্ছি। সে আমাকে বলে আমি ছবিটি আপনার সাথে করতে চাচ্ছি এবং সে তার করেও।’

বিজ্ঞাপন

সুস্মিতাকে খুব শিগগিরই ‘আরিয়া’ শিরোনামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে। এটি ডাচ সিরিজ ‘পিনোজা’ অবলম্বনে নির্মিত হচ্ছে। এতে তাকে একজন সংসার আন্তঃপ্রাণ মহিলার চরিত্রে দেখা যাবে। যিনি কিনা স্বামীর মৃত্যুর পর তার অবৈধ মাদক ব্যবসার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন।

ম্যানে পেয়ার কিয়া সালমান খান সুস্মিতা সেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর