Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুশান্তকে নিয়ে আক্ষেপ বলিউডে


১৪ জুন ২০২০ ২০:১৮ | আপডেট: ১৪ জুন ২০২০ ২০:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবিবার (১৪ জুন) দুপুরে খবরটা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ল শোকবার্তার স্রোত। বলিউডের বন্ধু আর পরিচিতেরা তো রয়েছেনই, অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আকস্মিক মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন টলিউডের শিল্পীরাও। শোক প্রকাশে সামিল হয়েছেন ভারতের প্রধানমন্ত্রীও।

অভিনেতা রীতেশ দেশমুখ লেখেন, ‘মর্মাহত এবং বাক্যহারা। সুশান্ত সিংহ রাজপুত আর নেই।’

পরিচালক অনুরাগ কাশ্যপের মন্তব্য, ‘এখনও বিশ্বাস হচ্ছে না, সুশান্ত নেই।’ অভিনেতা বিবেক ওবেরয়ের টুইট, ‘কিছু বলার ভাষা নেই। খুবই বিয়োগান্তক এবং মর্মান্তিক। আমরা সকলে গভীরভাবে তোমার শূন্যতা অনুভব করব। পরিবার ও প্রিয়জনদের সমবেদনা জানাচ্ছি। ওর আত্মার শান্তি কামনা করি।’

বিজ্ঞাপন

অনুপম খেরের টুইট, ‘আমার প্রিয় সুশান্ত সিং রাজপুত… শেষ পর্যন্ত কেন? কেন?’

সঞ্জয় দত্ত লিখেছেন, ‘খবরটা শুনে কোনও শব্দ খুঁজে পাচ্ছি না। ওর পরিবারকে সমবেদনা জানাই।‘ একই প্রতিক্রিয়া ফ্যাশন ফটোগ্রাফার ডাব্বু রত্নানিরও।

টলিউডের অভিনেতা দেবের প্রতিক্রিয়া, ‘শেষের ছবিতে (ছিছোড়ে) উনি আত্মহত্যা না করার এবং লড়াই থেকে পিছু না-হটার বার্তা দিয়েছিলেন। আর তারপর এই! রিল এবং রিয়েল লাইফ… পরিহাস… অনেক আগে চলে গেলে… শান্তিতে থেকো।’

অভিনেত্রী দিশা পাটনি তার টুইটে কোনও শব্দ ব্যবহার করেননি, পোস্ট করেছেন একটা ভগ্নহৃদয়ের ইমোজি।

সুশান্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি তার টুইটে লিখেছেন, ‘বিনোদন জগতে তার উত্থান অনেককে প্রেরণা যুগিয়েছিল।’

আত্মহত্যা বলিউডের শোক সুশান্ত সিংহ