পরিচালক হওয়ার ইচ্ছে ছিলো সুশান্তের
১৫ জুন ২০২০ ১৮:১১
‘আমি হতবাক…শোকাহত। সুশান্ত সিংহ রাজপুতের মতো একজন প্রাণবন্ত ও পজেটিভ মানসিকতার মানুষ, কঠোর পরিশ্রমী অভিনেতা এবং তরুণ প্রজন্ম যাকে ফলো করে, তার দ্বারা এ ধরনের ভয়ংকর কাজ করা— মেনে নেওয়া কষ্টকর। এমনও সময় গিয়েছে সে প্রতিদিন ১৫-২০ ঘণ্টা কাজ করেছে। অথচ এ নিয়ে কোন অভিযোগ ছিলো না।’
বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট হিন্দি সিরিয়াল ‘পবিত্র রিস্তা’র পরিচালক রবীন্দ্র গৌতম তাকে স্মরণে কথাগুলো বলেছেন ‘মুম্বাই মিরর’কে।
সুশান্তের সাবেক প্রেমিকা অঙ্কিতা লোখন্ডের প্রশংসা করে তিনি বলেন, অঙ্কিতা ও সুশান্ত দুজনেই তাদের কাজের ব্যাপারে খুবই প্রতিশ্রুতিশীল ও উৎসাহী ছিলো। তাদের দুজনের সম্পর্কের রসায়ন অন্য মাত্রা যোগ করেছিলো ‘পবিত্র রিস্তা’ তে।
রবীন্দ্র বেশ অবাক হন যখন সুশান্ত টেলিভিশন ইন্ডাস্ট্রির এক নম্বর অভিনেতা থাকা অবস্থায় সিরিয়াল না করার সিদ্ধান্ত নেন। তখন সুশান্ত তাকে বলেছিলো, আমি আসলে আরও শিখতে চাই এবং পরিচালক হতে চাই।
তিনি বলেন, ‘কাই পো চে’র পর আমাদের আর নিয়মিত যোগাযোগ হতো না। কিন্তু যখনই আমি তাকে কোন মেসেজ করতাম, সে তার উত্তর দিতো। সে কখনো তার পুরাতন বন্ধুদের ভুলে যেতো না।
‘সে উচ্চ শিক্ষিত ছিলো এবং চিন্তা চেতনায় অনেক উন্নত ছিলো। কিন্তু অতিমাত্রায় আবেগপ্রবণ ছিলো। টাকা-পয়সা, ক্ষমতা কিংবা অবস্থান কোন কিছুতেই তার কিছু যায় আসতো না। সুশান্তের মৃত্যু আমাকে এটা শিখিয়েছে সাফল্য ও খ্যাতির চেয়ে জীবনে আরও অনেক কিছু রয়েছে।’ বলেন রবীন্দ্র।
তিনি মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলেন। ‘আমরা শারীরিক সুস্থতা নিয়ে কথা বলি সবসময়। কিন্তু আমাদেরকে মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলা উচিত। আমার মনে হয় সে যদি তার কথাগুলো কাউকে বলতে পারতো তাহলে তাকে হারাতাম না।’
অঙ্কিতা লোখন্ড পবিত্র রিস্তা রবীন্দ্র গৌতম সুশান্ত সিংহ রাজপুত