Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও তারা দুজন


১৫ জুন ২০২০ ১৯:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শওকত আলী ইমনের সুরে ডলি সায়ন্তনী এক সময় প্রচুর হিট গান উপহার দিয়েছেন। অর্ধ যুগ পরে আবার তারা দুজন নতুন একটি গান করলেন। ‘লুকাইয়া রাখি’ শিরোনামের গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ।

রবিবার (১৪ জুন) মগবাজারের একটি স্টুডিওতে রেকর্ডিং সম্পন্ন হয়েছে।  গানটি বদিউল আলম খোকনের ‘আমার মা আমার বেহেশত’ ছবিতে ব্যবহৃত হবে।

গানটি প্রসঙ্গে ইমন বলেন, ‘আমার অনেক সুপারহিট গানের শিল্পী ডলি সায়ন্তনী। কিন্তু হঠাৎ তার সঙ্গে আমার কাজের দূরত্ব তৈরি হয়। তবে কী কারণে, তা মনে নেই। দীর্ঘ ছয় বছর পর করোনার এই সময়ে আবারও আমরা একসঙ্গে কাজ করলাম। দারুণ একটি গান হয়েছে। আশা করি, এটি সবার ভালো লাগবে।’

বিজ্ঞাপন

এদিকে শওকত আলী ইমনের গাওয়া ‘কফির পেয়ালা’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে সম্প্রতি। আশিক মাহমুদের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।

ডলি সায়ন্তনী লুকাইয়া রাখি শওকত আলী ইমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর