Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুশান্ত’র আত্মহত্যাঃ সালমান ও করণ সহ আট জনের বিরুদ্ধে মামলা!


১৭ জুন ২০২০ ১৫:০১ | আপডেট: ১৭ জুন ২০২০ ১৬:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ফুঁসছে তার ভক্তরা। তাদের অনেকেরই অভিযোগ তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। মেনে নিতে পারছেন না সুশান্তর এভাবে চলে যাওয়াটা। তাই ক্ষোভে এরই মধ্যে মামলা দায়ের করলেন বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান, পরিচালক সঞ্জয় লীলা বনশালী, পরিচালক করন জোহর ও প্রযোজক একতা কাপুর সহ ৮ জনের বিরুদ্ধে। খবর সর্বভারতীয় একটি গণমাধ্যমের। উক্ত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিহারের মজফফরপুরের একটি আদালতে সুধীর কুমার ওঝা নামে এক আইনজীবী এই মামলা দায়ের করেছেন।  এ মামলার ব্যাপারে ভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে উক্ত আইনজীবী সুধীর কুমার ওঝা জানিয়েছেন, ‘এরা প্রত্যেকেই ইচ্ছে করে এমন একটা পরিবেশ তৈরি করেছিল, যার জেরে আত্মহত্যার মতো চরম পদক্ষেপ নিয়েছেন সুশান্ত সিং রাজপুত! তাই এদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে’। যদিও মামলাটি আদালতে গৃহীত হয়েছে কিনা এবং আট জনের পুরো তালিকায় আরো কারা রয়েছেন এ ব্যাপারে কোন তথ্য ওই প্রতিবেদনে তারা প্রকাশ করেনি।

বিজ্ঞাপন

সুশান্ত সিং রাজপুত’র আত্মহত্যার ঘটনায় মুম্বাই পুলিশের তদন্তে এখনও কিছু প্রমাণিত হয়নি। কিন্তু সুশান্ত’র আত্মহত্যার পিছনে যে স্বজনপ্রীতির কারণ রয়েছে, এই অভিযোগে অনুরাগীদের সমস্ত ক্ষোভ গিয়ে পড়েছে সালমান খান, করণ জোহর, আলিয়া ভাট, সোনম কাপুরদের মতো বলিউড তারকাদের উপর। বিশেষ করে সালমান খান আর করণ জোহরেরই উপর বেশি ক্ষুব্ধ সুশান্ত-ভক্তরা। পাটনার রাস্তায় পোড়ানো হচ্ছে বলিউডের এই তারকাদের কুশপুত্তলিকা। কথিত আছে বলিউডে স্বজনপ্রীতি বা নেপোটিজম খুব সাধারণ একটা বিষয়। প্রাক্তন বা বর্তমান তারকাদের সন্তানেরা বলিউড ইন্ডাস্ট্রিতে যেভাবে সুযোগ পান, বাইরে থেকে আসা ছেলেমেয়েরা হাজার চেষ্টা করেও সেই জায়গায় পৌঁছতে পারেন না।

ভারতের অন্য আরেকটি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্র পুলিশ বিভাগ থেকে মঙ্গলবার (১৭ জুন) নয় জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে ছিলেন সুশান্তের তিন বোন ও বাবা, সুশান্তের ঘরের তালা যিনি ভেঙেছিলেন সেই চাবিওয়ালা এবং সুশান্তের বন্ধু মহেশ শেট্টি, ক্রিয়েটিভ কনটেন্ট ম্যানেজার সিদ্ধার্থ পাটানি এবং সুশান্তের পরিচারক ও রাঁধুনি। সর্বশেষ খবর অনুযায়ী সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে এখনও ডেকে পাঠায়নি পুলিশ। সুশান্তের আত্মহত্যায় তার বাবা কারো প্রতি কোনও অভিযোগ জানাননি।

আলিয়া ভাট একতা কাপুর করণ জোহর সালমান খান সুশান্ত সিং রাজপুত সোনম কাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর