Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে মুক্তি পেলো ‘জন্মভূমি’


১৭ জুন ২০২০ ২০:২৭

প্রসূন রহমান নির্মিত ছবি ‘জন্মভূমি’। কক্সবাজারের কুতুপালংয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে ছবিটির গল্প। এটি দেশের সিনেমা হলে মুক্তি পায় ২০১৮ সালের ১৪ ডিসেম্বর। দেশিয় ও আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ছবিটি দেখা যাচ্ছে অনলাইনে।

দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভির ওটিটি প্ল্যাটফর্ম ‘আরটিভি প্লাস’-এ দেখা যাবে। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল

‘জন্মভূমি’ ২৪তম মিলান চলচ্চিত্র উৎসব, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ভারতের কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব, টরেন্টোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (আইএফএফএসএ),২০তম রেইনবো চলচ্চিত্র উৎসবসহ বেশ কিছু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ২০১৮ সালে ইউএন হেড কোয়ার্টারে বাংলাদেশ এম্বাসির আয়োজনে জন্মভূমি চলচ্চিত্র প্রদর্শিত হয়, এছাড়া ইউকের হাউস অব কমোন্সে পার্লামেন্ট মেম্বারদের উপস্থিতিতে প্রদর্শিত হয় জন্মভূমি।

ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, সায়রা আক্তার জাহান, সংগীতা চৌধুরী, অঙ্কন চাকমা, জয়নাল জ্যাক, পামেলা কেচার, নাসির উদ্দিনসহ অনেকে। চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক  সৈয়দ আশিক রহমান।

আরটিভি প্লাস জন্মভূমি প্রসূরন রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর