Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবা দিবসে ‘বাবা ছেলের টান’


১৮ জুন ২০২০ ১০:২৫ | আপডেট: ১৮ জুন ২০২০ ১২:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দ আবদুল হাদীকে আইডল মানেন আসিফ আকবর। আসিফকেো বেশ স্নেহ করেন আবদুল হাদী। দুই প্রজন্মের এ দুই শিল্পী প্রথমবারের মতো একটি গানে কণ্ঠ দিলেন। শিরোনাম ‘বাবা ছেলের টান’।

গানে গানে তারা বলবেন বাবা ও ছেলের মধ্যকার সম্পর্ক, প্রেম-ভালোবাসা, আবেগ আর দায়িত্ববোধের কথা। যেখানে বাবার কথাগুলো গেয়েছেন সৈয়দ আবদুল হাদী, আর ছেলের কথাগুলো আসিফ আকবরের কণ্ঠে। বাবা দিবস উপলক্ষে গানটি প্রকাশ করছে ‘ধ্রুব  মিউজিক স্টেশন’।

সুহৃদ সুফিয়ানের কথায় গানটির সুর করেছেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক কিশোর দাশ। সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ ও কিশোর দাস।

গানটি নিয়ে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘আসিফের বলিষ্ঠ গায়কি আমাকে মুগ্ধ করে। আমাদের সময় যারা গান শুরু করি তাদের প্রধান সম্পদ ছিল নিজের কণ্ঠ। আসিফের এই সম্পদ আছে। সে তার কণ্ঠ দিয়েই সঙ্গীতাঙ্গন মাতিয়ে রেখেছে। তার গান শুনতে আমারও ভালো লাগে। আসিফ আমাকে বড় ভাই বলেই সম্বোধন করে, শ্রদ্ধা করে। দুই ভাই মিলে কণ্ঠ দিলাম একটি ভিন্ন ধারার গানে। আশা করি আমাদের, শ্রোতারা সাদরেই গ্রহণ করবেন।’

বিজ্ঞাপন

অন্যদিকে গানটি নিয়ে উচ্ছ্বসিত আসিফ বলেন, ‘প্রতিটা মানুষের মনেই স্বপ্ন থাকে। সেই স্বপ্ন কখনো পূরণ হয়, কখনো হয় না। ছোটবেলা থেকেই হাদী ভাইয়ের বলিষ্ঠ মায়াবী কণ্ঠের ভক্ত আমি, তার সঙ্গে গান গাইবার সুযোগ হয়েছে মানে আমার স্বপ্ন পূরণ হয়েছে। গানটি সবার হৃদয় স্পর্শ করবে বলে আমি বিশ্বাস করি।’

শনিবার (২০ জুন) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘বাবা ছেলের টান’। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ ও স্বাধীন মিউজিক অ্যাপে।

আসিফ আকবর বাবা ছেলের টানে সৈয়দ আবদুল হাদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর