কানের ‘মার্শে দ্যু ফিল্ম’ আগামী সপ্তাহে
১৮ জুন ২০২০ ২০:৫৮
করোনাভাইরাসের কারণে ‘কান চলচ্চিত্র উৎসব’ এবার অনলাইনে অনুষ্ঠিত হবে। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে আগামী সোমবার (২২ জুন) থেকে কানের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্ম’র শুরু হতে যাচ্ছে।
কান কর্তৃপক্ষ এক ইমেল বার্তায় সারাবাংলাকে জানিয়েছে আগামী ২২ থেকে ২৬ জুন পর্যন্ত চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে। ২৫০ স্ট্যান্ড ও ৬০টি প্যাভিলিয়নে সারা দুনিয়ার সাড়ে ৮ হাজার ব্যক্তি এতে অংশ নিবেন। অনলাইনে প্রদর্শিত হবে ১ হাজার ২শ ছবি এবং ২ হাজার ৩শ পূর্ণদৈর্ঘ্য ছবি বিক্রির জন্য থাকবে।
‘মার্শে দ্যু ফিল্ম’র নতুন ভার্সনটিতে কানের ঐতিহ্যের সাথে মিল রেখে বিভিন্ন ইভেন্টের আয়োজন রাখা হয়েছে। ১৫০টির অধিক ইভেন্টে সারা পৃথিবীর চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, বোদ্ধা, দর্শক, সমালোচক, সাংবাদিক, অভিনয়শিল্পী ও কুশলীরা অংশ নিতে পারবেন।
এসকল ইভেন্টের বেশ কিছু কানের ওয়েব সাইট ও অফিসিয়াল পেইজে লাইভ দেখানো হবে।