স্বল্পদৈর্ঘ্যে কানের অফিসিয়াল সিলেকশন প্রকাশ
১৯ জুন ২০২০ ২০:১৯
প্রতিবছরের ন্যায় ‘কান চলচ্চিত্র উৎসব’ কর্তৃপক্ষ স্বল্পদৈর্ঘ্যে তাদের অফিসিয়াল সিলেকশন প্রকাশ করেছে। সারা দুনিয়ার ১২টি দেশ থেকে ১১টি স্বল্পদৈর্ঘ্য ছবি উঠে এসেছে এ তালিকায়। যেগুলোর মোট দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৪ মিনিট। এদেশের মধ্যে পাঁচজন নারী নির্মাতার ছবি রয়েছে।
এ বছর ১৩৭টি দেশের ৩ হাজার ৮শ ১০টি ছবি দেখেছে সিলেকশন কমিটি। যেখানে এ সংখ্যা ছিলো ৪ হাজার ২শ ৪০টি।
নির্বাচিত স্বল্পদৈর্ঘ্যগুলো থেকে সেরা ছবিকে স্বল্পদৈর্ঘ্য পাম দ’র পুরস্কার দেওয়া হবে। পুরস্কার প্রাপ্ত ছবির নামত, পুরস্কার প্রদানের স্থান ও জুরিদের নাম খুব শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে কান কর্তৃপক্ষ।
স্বল্পদৈর্ঘ্য বিভাগে নির্বাচিত ছবিগুলো হচ্ছে— সামেহ আলার (মিশর) ‘আই অ্যাম অ্যাফরেড টু ফরগেট ইউর ফেস’, মেরি জ্যাকোটি ও লোলা হালিফা-ল্যাগ্রান্ডের (ফ্রান্স) অ্যানিমেশন চলচ্চিত্র ‘ব্লু ফিয়ার’, এভি কলোজিওরপুলুর (গ্রীস) ‘মোটরওয়ে ৬৫’, সোফি লিটম্যানের (যুক্তরাজ্য) ‘সাডেন লাইট’, থিও মন্টোয়ার (কলম্বিয়া) প্রামাণ্যচিত্র ‘সন অব সোডম’, পল নওহেটের (ফ্রান্স) ‘ক্যামিল সানস কনট্যাক্ট’, ডেভিড পিনহিরো ভিসেন্টের (পর্তুগাল) ‘দ্য ল্যাম্ব অব গড’, লাখগবাদুলাম পিউরভি-ওচিরের (মনঙ্গোলিয়া) ‘মাউন্টেইন ক্যাট’, পল শেকর্ডফের (কানাডা) ‘বেঞ্জামিন, বেনি, বেন’, লিওনার্দো ভ্যান ডিআইজেএল’র (বেলজিয়াম) ‘স্টেফানি’, জাচারি উডসের (ইউএসএ) ‘ডেভিড – ১১’।