Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামুজি তিন বছরের জন্য ডিজনি-হটস্টারের


২০ জুন ২০২০ ১৮:৫৪ | আপডেট: ২১ মে ২০২২ ১৬:০৯

ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির খোঁজখবর যারা রাখেন তারা রামুজি ফিল্ম সিটির নাম শুনেছেন। এটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম সিটি। বিখ্যাত এ ফিল্ম সিটিতে অনেক ছবি, টিভি অনুষ্ঠান, সিরিয়াল, বিজ্ঞাপনের শুটিং হয়েছে। বাংলাদেশের অনেক ছবির শুটিংও ওখানে হয়েছে। করোনাভাইরাসের কারণে চলা লকডাউন ভারতীয় সরকার কিছুদিন আগে তুলে দিয়েছে। দেওয়া হয়েছে শুটিংয়ের অনুমতি। তাই চলচ্চিত্র প্রযোজক-পরিচালকরা তাদের ছবির শুটিংয়ের জন্য ‘রামুজি ফিল্ম সিটি’ বুকিং দিতে চাইছেন।

বিজ্ঞাপন

কিন্তু তাদের জন্য খারাপ খবর। পুরো রামুজি আগামী তিন বছরের জন্য বুকিং দিয়েছে ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার।

খবরটি হতাশ করেছে ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের। তবে রামুজি বা ডিজনি প্লাস হটস্টার কারো তরফ এখনও আনুষ্ঠানিক ঘোষণা না আসায় কেউ সরাসরি প্রতিক্রিয়া জানায়নি।

স্টার এবং হটস্টার গত বছর হলিউডের বিখ্যাত প্রতিষ্ঠান ডিজনির অন্তর্ভুক্ত হয়। যার ফলে হটস্টারকে এশিয়া মহাদেশের সবচেয়ে শক্তিশালী ওটিটি প্ল্যাটফর্মে পরিণত করে। তারা রামুজিকে তিন বছরের জন্য ভাড়া নিয়ে এ অবস্থানকে স্থায়ী করতে চায়।

ডিজনি হটস্টার তিন বছরের বুকিং রামুজি ফিল্ম সিটি