কত্থক আর সরোদের যুগলবন্দীতে অনন্যা ওয়াফি’র ‘দ্য রাইজ অব ড্রিমস’
২১ জুন ২০২০ ১৪:৫২
করোনা মহামারীর কারণে আজ মানুষ গৃহে অন্তরীন, হারিয়ে ফেলছে মনোবল, ভুগছে অনিশ্চিত ভবিষ্যতের আশংকায়। সেই মানসিক অবসাদ থেকে একটু নির্মল আনন্দ পেতে অনলাইন বা ভার্চুয়াল মিডিয়ায় নিয়মিত আয়োজন করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের। পাশাপাশি ঘরবন্দী এই সময়ে শিল্পীরা ঘরে বসেই চালিয়ে যাচ্ছেন তাদের শিল্পচর্চা। এরই ধারাবাহিকতায় যন্ত্রসঙ্গীতের সঙ্গে নাচের মেলবন্ধনে তৈরি হল ‘দ্য রাইজ অব ড্রিমস’। তানিম হায়াত খানের সরোদের সুরে নৃত্যশিল্পী অনন্যা ওয়াফি রহমান পরিবেশন করলেন অনবদ্য কত্থক নৃত্য। সঙ্গে তবলায় সঞ্জীব মজুমদার৷ আর এই পরিবেশনাটি ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ফেসবুক পেইজে।
সরোদশিল্পী তানিম হায়াত খান ও তবলাশিল্পী সঞ্জীব মজুমদার
‘দ্য রাইজ অব ড্রিমস’ মূলত কত্থক আর সরোদের যুগলবন্দী। দেশের প্রতিশ্রুতিশীল কত্থক নৃত্যশিল্পী অনন্যা ওয়াফি রহমানের ভাবনায় এতে সরোদে উস্তাদ আলাউদ্দীন খাঁ সৃষ্ট রাগ ‘মান্জ খামাজ’ বাজালেন তানিম হায়াত খান- যিনি বিশ্ববিখ্যাত সংগীত ঘরানা সেনীয়া মাইহার ঘরানার একজন সরোদিয়া৷ দাদু উস্তাদ আয়েত আলী খাঁ সাহেব শান্তিনিকেতনের সংগীত বিভাগের প্রধান ছিলেন, সরাসরি কাজ করেছিলেন কবিগুরুর সঙ্গে। বাবা সংগীত গবেষক মোবারক হোসেন খান আর মা ষাটের দশকের জনপ্রিয় সংগীত শিল্পী ফওজিয়া ইয়াসমিন৷
নৃত্যশিল্পী ও নৃত্য শিক্ষক অনন্যা ওয়াফি রহমান ভারতের আইসিসিআর স্কলারশিপ নিয়ে দিল্লীর ‘শ্রীরাম ভারতীয় কলাকেন্দ্র’ থেকে কত্থক নৃত্যের উপর পোস্ট ডিপ্লোমা অর্জন করেন। দিল্লীতে গুরু শিখাখের ও পদ্মভূষণ উমা শর্মা’র কাছ থেকে তালিম নেয়া এই শিল্পী ভারতের প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি ভবনে কত্থক নৃত্য পরিবেশন করে সুনাম অর্জন করেন।
নৃত্যশিল্পী ও নৃত্য শিক্ষক অনন্যা ওয়াফি রহমান
‘দ্য রাইজ অব ড্রিমস’ নির্মান প্রসঙ্গে নৃত্যশিল্পী ও নৃত্য শিক্ষক অনন্যা ওয়াফি রহমান জানালেন, ‘করোনার অন্ধকার থেকে প্রকৃতি আবার একদিন ফিরে পাবে প্রাণ, উড়বে পাখি, ফুটবে ফুল। বর্তমান দুঃসময়কে পেছনে ফেলে নতুন স্বপের পূনর্জাগরণের পথে সবাই সামনে আবার এগোবে এই প্রত্যাশায় নির্মিত হয়েছে ভিডিওটি। আমাদের এই কোলেবোরেশনটাতে অস্ট্রেলিয়া থেকে তানিম আর বাংলাদেশ থেকে সঞ্জীব ও আমি অংশ নিয়েছি। আমার বিশ্বাস হোম কোয়ারেন্টিন থেকে বানানো তিনজনের এই পরিবেশনাটা সবার ভালো লাগবে’৷
অনন্যা ওয়াফি রহমান কত্থক নৃত্য তানিম হায়াত খান দ্য রাইজ অব ড্রিমস নৃত্য পরিবেশনা নৃত্যশিল্পী সঞ্জীব মজুমদার