Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাহসানকে বাবা দিবসের শুভেচ্ছা সৃজিতের


২১ জুন ২০২০ ১৯:৫৩

রবিবার (২১ জুন) বিশ্ব বাবা দিবস। এ দিবসে মেয়ে আইরার সাথে সৃজিত মুখার্জীর ছবি শেয়ার করে টুইটারে বাবা দিবসের শুভেচ্ছা জানান অভিনেত্রী মিথিলা। আর সে পোস্ট রিটুইট করে তাহসানকে শুভেচ্ছা জানান সৃজিত।

রবিবার রাতে সৃজিতের সাথে মেয়ের কিছু ছবি পোস্ট করে ক্যাপশন দেন, ‘হ্যাপি ফাদারস ডে আইরুর আব্বু।’

অন্যদিকে সে পোস্টটি রিটুইট করে সৃজিত লেখেন, ‘ধন্যবাদ আইরুর আম্মু। তাহসানকেও হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা এরকম একটি পরী উপহার দেওয়ার জন্য।’

তাহসানের সাথে দীর্ঘ এগারো বছরের সংসার জীবনের ইতি টেনে কলকাতার প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জীকে বিয়ে করেন মিথিলা।

নানাভাবে সৃজিত তাহসানের প্রশংসা করেছেন। অন্য দিকে তাহসান মিথিলার সাথে বিচ্ছেদের পর বরাবরই নিরব থেকেই।

তাহসান বাবা দিবস সৃজিত মুখার্জী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর