Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুশান্তের মৃত্যু নিয়ে সোনম কাপুর: ‘এটা কর্মফল, ওকে আমি চিনি না!’


২২ জুন ২০২০ ১৩:৪৬ | আপডেট: ২২ জুন ২০২০ ১৪:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডে স্বজনপ্রীতিই যে সুশান্তের মৃত্যুর জন্য দায়ী, এমনটাই দাবি অনেকের। বাবা-মায়ের হাত ধরে বলিউডে পা রাখা অনেকেই সমালোচনার শিকার হচ্ছেন নেট দুনিয়ায়। একের পর এক অভিযোগ, কুৎসিত মন্তব্য করা হচ্ছে বলিউডের স্টার-কিডদের নিয়ে। স্বজনপ্রীতির অভিযোগে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যাও কমে গেছে সালমান খান, করণ জোহর, আলিয়া ভাট, সোনম কাপুরসহ অনেকেরই। এদিকে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত হেট মেসেজ পেয়ে টুইটারকে বিদায় জানিয়েছেন আর এক স্টারকিড সোনাক্ষী সিনহা- অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে। এছাড়াও সোশ্যাল মিডিয়াকে বিদায় জানিয়েছেন সালমান খানের ভগ্নীপতি আয়ুষ শর্মাও।

বিজ্ঞাপন

এই মুহুর্তে সিনেমা পাড়ায় যখন সর্বাধিক আলোচিত বিষয়- বলিউডে স্বজনপ্রীতি। আর ঠিক তখনই এই বিতর্কে এবার ঘি ঢাললেন স্টারকিড সোনম কাপুর। বলিউডের তারকা অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর যিনি এখন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে একের পর এক কুৎসিত মন্তব্য শেয়ার করে স্বজনপ্রীতি প্রসঙ্গে সোনম লিখেছেন, ‘হ্যাঁ, আমি আমার বাবার মেয়ে। আজ আমি বাবার জন্যই এখানে। বাবার জন্যই সুবিধে পাই। এটা কোনও অপমান নয়। আমার বাবা দিন-রাত এক করে খেটেছেন। এ আমার কর্মফল যে এই রকম একটি পরিবারে আমি জন্মেছি। আমি সে জন্য গর্বিত।’

একের পর এক কুৎসিত মন্তব্যের কারনে কয়েকদিন আগেই নিজের ইনস্টাগ্রাম কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছেন সোনম। কিন্তু তাতেও হাল ছাড়েননি সুশান্তের ভক্তরা। অভিযোগ উঠেছে কমেন্ট বক্স বন্ধ দেখে সোনমকে ব্যক্তিগতভাবে মেসেজ করে অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন বেশ কয়েকজন। যেখানে সোনমের মৃত্যুকামনা থেকে শুরু করে তার অনাগত সন্তানেরও মৃত্যুকামনা করা হয়েছে। এই মেসেজ গুলোর বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করে সোনম তার পোস্টে লিখেছেন, ‘আমি আমার এবং বাবা-মায়ের কারণে কমেন্ট সেকশন বন্ধ করেছি, কারণ আমি চাই না আমার ৬৪ বছরের বাবা এই সব খারাপ কথা শুনুক। এগুলো ওদের প্রাপ্য নয়। আমার অনাগত সন্তানের মৃত্যুকামনা করছে মানুষ, আমায় অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে, আজ আমরা এখানে আমাদের কর্মের জন্য। যারা ঘৃণা ছড়াচ্ছে তারা আজ সে জায়গায় তাদের নিজেদের কর্মের জন্য। এ সব করে নিজেদের জীবন নষ্ট করছেন আপনারা।’

সুশান্তের মৃত্যুর পরেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে সুশান্ত সিং রাজপুতকে চিনেন নি সোনম কাপুর। সেই ভিডিও প্রসঙ্গে সোনম জানান, ‘সাত বছরের পুরনো একটি ভিডিও ওটা। সুশান্তের তখন একটি মাত্র ছবি মুক্তি পেয়েছিল। সে সময়ে সত্যি ওকে আমি চিনতাম না।’

১৪ জুন সুশান্তের আত্মহত্যার খবর প্রকাশ্যে আসতেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্টারকিডদের অনায়াসে কাজ মেলার ঘটনায় সরব হয়েছেন নেটাগরিকদের একটা বড় অংশ। সোশ্যাল মিডিয়ায় উগরে দিচ্ছেন ক্ষোভ। স্বজনপ্রীতির জেরে সুশান্ত আত্মহত্যা করেছেন বলে মনে করছেন তার ভক্তরা। একদল সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের ‘সর্বোচ্চ সুবিধাভোগী ক্লাব’র সদস্যদের দায়ী করেছেন। বলিউডে স্বজনপ্রীতিই যে সুশান্তের মৃত্যুর জন্য দায়ী, এমনটাই দাবি অনেকের। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চলছে #বয়কট বলিউড, #ডোন্ট ওয়াচ স্টার কিডস ফিল্ম- এ জাতীয় স্লোগান। অবসাদ নাকি কাজের অভাব, এই দুইয়ের মানসিক চাপেই কি মাত্র ৩৪ বছরেই ফুরিয়ে গেলেন সুশান্ত সিং রাজপুতের মতো এমন একজন প্রতিভাবান অভিনেতা? এই প্রশ্নের উত্তর হন্যে খুজছেন পুলিশ থেকে শুরু করে সুশান্তের অনুরাগী ও বলিউডের সিনেপ্রেমীরা।

অনিল কাপুর টপ নিউজ সুশান্ত সিং রাজপুত সোনম কাপুর সোশ্যাল মিডিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর