Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাধুরীর স্মৃতিতে ‘দিল’র ৩০ বছর


২২ জুন ২০২০ ২১:৩৩

ইন্দ্র কুমারের পরিচালিতি বলিউডের ছবি ‘দিল’। আমির খান ও মাধুরী দীক্ষিত পরিচালিত রোমান্টিক গল্পের ছবিটি বেশ জনপ্রিয়। আনন্দ-মিলিন্দ করা এ ছবির গানগুলো বেশ জনপ্রিয়। মাধুরী এ ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান। ছবিটি আরও সাতটি বিভাগে ফিল্মফেয়ার পেয়েছিলো। ১৯৯৩ সালে ‘থলি মড্ডু’ নামে তেলেগু ভাষায় পুনর্নির্মিত হয়। বাংলাদেশে ছবিটি সোহানুর রহমান সোহান ‘আমার ঘর আমার বেহেশত’ নামে নির্মাণ করেন ১৯৯৭ সালে। এছাড়া এটি কন্নড় ভাষায় ‘শিভারাঞ্জিনি’ নামে নির্মিত হয়।

বিজ্ঞাপন

তুমুল জনপ্রিয় ‘দিল’ ১৯৯০ সালের ২২ জুন মুক্তি পায়। সোমবার (২২ জুন) এর ৩০ বছর পূর্ণ হলো। আর এ উপলক্ষ্যে নিজের ইনস্টাগ্রাম আইডিতে স্মৃতিচারণ করেছেন মাধুরী।

মাধুরী তার নায়ক আমির খানের সাথে ‘দিল’ ছবির কিছু ছবি পোস্ট করেন। ছবিগুলোতে তাদের জুটির ক্যামিস্ট্রি দর্শককে স্মৃতিকাতর করে দিবে। পোস্ট করা চারটি ছবির একটিতে অবশ্য ফিল্মফেয়ারের ট্রফি হাতে মাধুরী দাঁড়িয়ে আছেন ববি দেওলের সঙ্গে।

স্মতিচারণ করে মাধুরী ছবিগুলোর ক্যাপশনে লেখেন, আমির খানের সাথে কাজ করা সবসময় আনন্দের। আমার এখনও মনে আছে ‘ইন্দ্রকুমার’ কীভাবে পুরো সেট মাতিয়ে রেখেছিলো ঠাড্ডা, তামাশার মাধ্যমে। পুরো টিমের কঠোর পরিশ্রম ও আপনাদের ভালোবাসায় ছবিটি সাফল্য পেয়েছিলো। একই সাথে আমি ছবিটির জন্য প্রথমবারের মতো ফিল্ম ফেয়ার জিতেছিলাম।

৩০ বছর আমির খান দিল মাধুরী দীক্ষিত

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর