‘অভিনয় ছাড়ার প্রশ্নই আসেই না’- প্রসূন
২৩ জুন ২০২০ ১৫:২৯
প্রসূন আজাদ, লাক্স সুন্দরী। অভিনয় করেছেন অসংখ্য নাটকে। তার অভিনীত বেশ কিছু চলচ্চিত্রও মুক্তি পেয়েছে—সর্বনাশা ইয়াবা, অচেনা হৃদয়, মুসাফির, ইউটার্ন। অনেকদিন তার দেখা নেই কোনকিছুতেই।
তবে ফেসবুকে নিয়মিত বিভিন্ন পোস্ট দিচ্ছেন। সম্প্রতি তিনি পবিত্র কোরআন পড়া অবস্থার বেশকিছু ছবি শেয়ার করেছেন নিজের ওয়ালে। এ নিয়ে অনেকেই ভাবছেন তিনি কি তাহলে সুজানা জাফর কিংবা অ্যানি খানের মতো ধর্মের জন্য অভিনয় ছাড়ছেন। কেন নেই আলোচনায়। কী বলছেন প্রসূন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে প্রসূন কথা বলেন সারাবাংলার সঙ্গে। তিনি বলেন, ‘ধর্ম নিয়ে পড়াশোনা আমি সবসময়ই করি। আগেও করেছি, ভবিষ্যতে করবো। এখন কারা কী জন্য এসব বলছে আমি জানি না। একটা কথা বলি, অভিনয় ছাড়ার প্রশ্নই আসে না।’
‘আর যারা বলছে অভিনয় ছাড়ার কথা, তারা কি ইন্ডাস্ট্রির কেউ? ইন্ডাস্ট্রির জন্য তাদের অবদান কী’—কিছুটা ক্ষোভ প্রসূনের কণ্ঠে।
লকডাউনের সময়ে তিনি তার পিতার কর্মস্থল নরসিংদীতে ছিলেন। এরপর ঢাকায় এসেছেন সম্প্রতি। আবার কাজে ফিরছেন কবে?
‘কাজে ফিরছি কী! আমি কিন্তু এর মধ্যে চারটা ছবিতে অভিনয় করেছি—‘মৃত্যুপুরী’, ‘মানুষের বাগান’, ‘পদ্মাপূরাণ’ ও ‘পায়রার চিঠি’। এগুলোর কাজে কিন্তু ব্যস্ত ছিলাম আমি। আর যদি বলেন কেনো আওয়াজ দিই নাই, তাহলে বলবো কাজ ভালো হলে মানুষ এমনিতেই জানবে। আওয়াজ তখন অটোমেটিকলি হবে।’
কিছুদিন আগে তিনি এফডিসি থেকে ঘুরেও এসেছেন। সেখানকার বিখ্যাত কালা ভুনা দিয়ে দুপুরের খাবারও খেয়েছেন। প্রিয় জায়গাটিতে তিনি গিয়েছিলেন ক্যামেরা দেখতে। বছর চার-পাঁচেক আগে অস্ট্রেলিয়ায় থাকা অবস্থায় বলেছিলেন নির্মাণ করতে চান। ‘কুহেলিকা’ নামে ছবি নির্মাণ শুরু করেছিলেন। অনেক দিন যাবত ছবিটি বন্ধ। সেটি শুরুর জন্য ক্যামেরা দেখা নয়।
প্রসূন বলেন, ‘কুহেলিকা’ নানা কারণে বন্ধ আছে। ইচ্ছে আছে কোন এক সময় এটি শেষ করবো। আর ক্যামেরা দেখতে গিয়েছিলাম কারণ ইচ্ছে আছে নতুন কিছু নির্মাণ করার।
শরীরের ওজন অনেক বেশি বেড়ে যাওয়ায় শিহাব শাহীনের আলোচিত ওয়েব সিরিজ ‘আগস্ট ১৪’-এ অভিনয় করেননি। প্রসূন তাসনুভা তিশার প্রশংসা করে বলেন, ‘প্রথমত আমার যা ওজন এখন তাতে কোনভাবেই ওই চরিত্রের সাথে যেতো না। আর তাসনুভা তিশা দুর্দান্ত অভিনয় করেছে। ওই চরিত্রে আসলে সে-ই সবচেয়ে ভালো চয়েস।’
তিনি জানান, তার থাইরয়েডের সমস্যার কারণে ওজন বাড়ছে। চিকিৎসা করাচ্ছেন। চেষ্টা করছেন ওজনটা একটা স্বাভাবিক জায়গায় আনতে। তবে প্রসূন বলেন, ‘ডাক্তার বলেছে আজীবনই ওষুধ খেয়ে যেতে হবে। এখন উপায় হচ্ছে নানা ধরণে ব্যায়াম ও কঠিন ডায়েট মানা। তাহলে ওজন অনেকটাই স্বাভাবিক অবস্থায় আসবে। কিন্তু সমস্যা হচ্ছে আমিই অনেককিছু মানি না।’