Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না বললেন ভূমি


২৪ জুন ২০২০ ১৮:৫৪

ঘনিষ্ঠ দৃশ্যের জন্য আলোচিত সমালোচিত বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার। ফিল্ম ফেয়ার বিজয়ী এ অভিনেত্রী নতুন ঘোষণা দিলেন—আর কোন ঘনিষ্ঠ দৃশ্যে তাকে দেখা যাবে না তাকে। তবে এ ঘোষণা সাময়িক। করোনাকাল পেরোলেই তার আর আপত্তি থাকছে না।

করোনাভাইরাসের কারণে পুরো ভারত জুড়ে ছিলো লকডাউন। সে সময়ে বন্ধ ছিলো সকল প্রকার সিনেমা ও সিরিয়ালের শুটিং। লকডাউন তুলে দেওয়ার পাশাপাশি শুটিংয়ের অনুমতি দিয়েছে ভারত সরকার। অনেকে ইতোমধ্যে শুটিং শুরু করেছেন বা করার প্রস্তুতি নিচ্ছেন।

বিজ্ঞাপন

ভূমি বলেন, সরকার অনেক বিধি নিষেধ আরোপ করে শুটিংয়ের অনুমতি দিয়েছেন। কিন্তু সিনেমার শুটিং সেটে সামাজিক দূরত্ব মেনে কাজ করা অনেক কঠিন। একটা সেটে এমনিতে শতাধিক মানুষ কাজ করেন।

তার মতে, যেহেতু দৃশ্য ধারণের সময় মাস্ক পরে থাকা সম্ভব নয় তাই আপাতত কিছুদিন সকলের উচিত ঘনিষ্ঠ দৃশ্য থেকে দূরে থাকা। ভূমি বলেন, প্রয়োজনে চিত্রনাট্য বদলিয়ে আমাদের কাজ করতে হবে। একই করোনা মোকাবেলায় নিয়মাবলী আমাদের কঠোরভাবে মানা উচিত।

ঘনিষ্ঠ দৃশ্য ভূমি পেডনেকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর