Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমির খানকেই গুরু মানেন আয়ুষ্মান খুরানা


২৫ জুন ২০২০ ১৪:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমির খানকেই গুরু মানেন এই সময়কার সফল অভিনেতা আয়ুষ্মান খুরানা। আমিরের কাছ থেকে পাওয়া শিক্ষাটাই মনে রেখেছেন তিনি। আমির খানের ব্যবসাসফল ছবি ‘গজনি’র সময়ে টেলিভিশন শোয়ের সঞ্চালক হিসেবে কাজ করতেন আয়ুষ্মান খুরানা। সে সময় তাকে দেয়া এক সাক্ষাৎকারে আমির জানিয়েছিলেন, তিনি দক্ষিণী ছবিটি দেখেননি। চিত্রনাট্য পড়ে নিজের মতো করে চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন।

কেরিয়ারের শুরুতেই আমিরের কাছ থেকে পাওয়া সেদিনের সেই শিক্ষাটা মনে রেখে দিয়েছিলেন আয়ুষ্মান। তার হিট ছবি ‘শুভমঙ্গল সাবধান’ মূলত দক্ষিণী ছবি ‘কল্যাণা সামায়াল সাধম’র রিমেক। এই ছবিতে কাজ করতে গিয়ে আয়ুষ্মান একবারও মূল ছবিটি দেখেননি এবং দেখতেও চান নি। ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে আয়ুষ্মান বললেন, ‘আমি চিত্রনাট্যর উপরে ভরসা রাখি। কেউ যদি আমার কাছে রিমেকের প্রস্তাব নিয়ে আসেন, তা হলে মূল ছবিটি না দেখে স্ক্রিপ্ট চাই। আবেগ, চরিত্রের অনুভূতি এগুলো কখনোই ট্রান্সলেট করা যায় না। আর ওই ছবির অভিনেতার কাছ থেকে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকেই।’

বিজ্ঞাপন

আমির খান আয়ুষ্মান খুরানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর