Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একমাসের মধ্যে ‘আত্মহত্যা’ করেছিল সুশান্তের তিন ঘনিষ্ঠ


২৫ জুন ২০২০ ১৯:৩৫ | আপডেট: ২৫ জুন ২০২০ ২০:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আগে তার আরও তিন ঘনিষ্ঠজনের মৃত্যু হয়েছে। তাও মাত্র একমাসের মধ্যে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও তারকা রুপা গাঙ্গুলি সিরিজ টুইট করে এমনটাই জানালেন।

রুপা গাঙ্গুলির দাবি, মে থেকে জুনের মধ্যে মাত্র একমাসে অভিনেতার এসব ঘনিষ্ঠরা আত্মহত্যা করেন। তিনি সিরিজ টুইতে জানান, সুশান্ত সিং রাজপুতের আত্মীয় মনমিতা গ্রেওয়াল, প্রেক্ষা মেহতা, দিশা সালিয়ান গত একমাসে আত্মহত্যা করেছেন। রুপা গাঙ্গুলির ইঙ্গিত, সুশান্তর মৃত্যু রহস্যের জট খুলবে এসব আত্মহত্যা কারণ অনুসন্ধানে। তাই তিনি দাবি করেছেন- রহস্যের সমাধান ভারতের সিবিআই’ই করতে পারে। তাই হ্যাশট্যাগ ব্যবহার করেছেন সিবিআই ফর সুশান্ত।

বিজ্ঞাপন

রুপার এসব সিরিজ টুইট ভারতের নেট দুনিয়ায় সাড়া ফেলেছে।

উল্লেখ্য, গত ১৪ জুন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মরদেহ তার নিজ ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

রুপা গাঙ্গুলি সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর