Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিথিলার অতিথি মোশাররফ ও স্বস্তিকা


২৬ জুন ২০২০ ১৯:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘একাত্তর জার্নাল’র উপস্থাপক ও সাংবাদিক মিথিলা ফারজানা তার উপস্থাপনা ভঙ্গি ও প্রশ্নের ধরণের কারণে দর্শকদের কাছে জনপ্রিয়। অন্যদিকে বাংলাদেশ ও ভারত দুদেশের দর্শকদের কাছে অভিনেতা হিসেবে রয়েছে মোশাররফ করিমের বিশাল ভক্ত-দর্শক। স্বস্তিকা মুখার্জী কলকাতার বাংলা সিনেমা ইন্ডাস্টির নামী অভিনেত্রীদের একজন। তারা তিনজনকে এবার একই অনুষ্ঠানে দেখা যাবে।

‘এই আলো এই অন্তরাল’-এ আসবেন তারা। উপস্থাপক হিসেবে থাকছেন মিথিলা ফারজানা। তার পরিকল্পনায় অনুষ্ঠানটি হচ্ছে। প্রচারিত হবে শনিবার (২৭ জুন) রাত ৯টায় উপস্থাপকের ফেসবুক পেইজ থেকে।

অনুষ্ঠানটি নিয়ে মিথিলা বলেন, ‘এ করোনাকালে ঘরবন্দি সময়ে টিভি শোয়ের বাইরে কিছুটা সময় ছিলো হাতে। সেই সময়টাতে নতুন কিছু করতে চাইছিলাম। অবশেষে মাথায় এলো করোনাকালে দুই বাংলার একটা মেলবন্ধন ঘটাতে। যেটা তেমন কাউকে করতে দেখছিলাম না।’

বিজ্ঞাপন

মোশাররফ ও স্বস্তিকাকে অতিথি করা প্রসঙ্গে মিথিলা বলেন, ‘দুজনই অসম্ভব জনপ্রিয় ও নামজাদা অভিনেতা দুই বাংলার। এর বাইরে একজনকে আমরা পর্দায় পাই অত্যন্ত আধুনিক বা বোল্ড চরিত্রে, অন্যজনকে পাই মূলত সাদামাটা পোড়-খাওয়া প্রান্তিক মানুষের চরিত্রে। এবারের আয়োজন বা আলাপে আমি সেই দিকগুলো নিয়ে গল্প করতে চাই।’

মিথিলা ফারজানা মোশাররফ করিম স্বস্তিকা মুখার্জী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর