Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিচালক হিসেবে আমির খানকেই পেতে চান অভিষেক বচ্চন


২৭ জুন ২০২০ ১০:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমির খানকেই পরিচালক হিসেবে পেতে চান বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। নিজের ইনস্টাগ্রামে আমিরের উদ্দেশ্যে লেখা এমনি এক ইচ্ছা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘ধুম থ্রি’ ছবিটা আমায় আমিরের মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছিল। আমি যদি আবার ওর সঙ্গে কাজ করার সুযোগ পাই, তা হলে ওর সঙ্গে অভিনয় করব না। বরং ওর পরিচালনায় অভিনয় করতে চাই। তাই আমির, যদি এই পোস্ট পড়ে থাকেন, তা হলে আমার অনুরোধ মাথায় রাখবেন।’ যদিও এখনো পর্যন্ত অভিষেকের এই অনুরোধের কোন উত্তর দেননি মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান।

সম্প্রতি ‘ধুম থ্রি’ ছবিটি নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন অভিষেক বচ্চন। সেখানে ছবির শুটিংয়ের একটি মুহূর্ত শেয়ার করেছেন অভিনেতা। আমির খানের সঙ্গে ওই ছবির শুটিংয়ে কত মজা করেছেন সে সব স্মৃতিও লিখেছেন পোস্টে। শিকাগোর সিক্স ফ্ল্যাগ অ্যামিউজ়মেন্ট পার্কে তাদের শুটের মাঝে ছোট্ট ব্রেকে তিনি আর আমির কী ভাবে বাচ্চাদের মতো ছুটে চলে যেতেন রোলারকোস্টারের দিকে, একটা রাইডের জন্য অনুরোধ করতেন, সে সব কথাই মনে পড়ছে অভিষেকের।

বিজ্ঞাপন

এদিকে কয়েকদিন আগে বলিউডের তরুণ অভিনেতা আয়ুষ্মান খুরানাও জানিয়েছিলেন যে, আমিরের পরামর্শ মেনেই আগে স্ক্রিপ্ট পড়ে তারপর ছবিতে কাজ করার সিদ্ধান্ত নেন তিনি।

অভিষেক বচ্চন আমির খান আয়ুষ্মান খুরানা ধুম থ্রি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর