Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীমনির সাড়ে তিন কোটির গাড়ি!


২৭ জুন ২০২০ ১১:০৪ | আপডেট: ২৭ জুন ২০২০ ১১:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি একের পর এক চমক সৃষ্টি করতে জানেন। সমাজসেবামূলক কাজ দিয়ে যেমন পেয়েছেন প্রশংসা। তেমনি খোলামালা ছবি বা ব্যক্তিগত আচরণের কারণে হয়েছেন সমালোচনার শিকার।

লকডাউন শুরুর আগে গেল ১০ মার্চ হঠাৎ করেই বিয়ে করেন ভালোবাসার মানুষ কামরুজ্জামান রনিকে। এরপর ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। সেখান থেকে ফিরে বাসায় সময় কাটাচ্ছিলেন। এরই মধ্যে আবারও আলোচনায় ‘ডানা কাটা’ পরী।

তিনি কিনেছেন ‘রয়েল ব্লু’ রঙের ‘মাসেরাতি’। ইতালিয়ান অভিজাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াট অটোমোবাইলসের জনপ্রিয় ব্র্যান্ড ‘মাসেরাতি’। আমদানিকারকদের সূত্রে বাংলাদেশে এ গাড়ির দাম কমপক্ষে সাড়ে তিন কোটি।

বিজ্ঞাপন

তবে পরীমনির এ গাড়ি বিলাস নতুন না। ক্যারিয়ারের শুরুর দিকে পরীমনি ব্যবহার করতেন বিখ্যাত গাড়ি কোম্পানী টয়োটার প্রিমিও ব্র্যান্ডের গাড়ি। মাঝে একটি নীল রঙের এন্টিক গাড়ি, সত্তর দশকের মিতসুবিসি লাঞ্চারও কিনেছেন ব্যক্তিগত সংগ্রহশালার জন্য।

গাড়ির ব্যাপারে বরাবরই শৌখিন এ নায়িকা সবশেষ ব্যবহার করতেন প্রায় কোটি টাকা দামের হ্যারিয়ার। সাদা রঙের গাড়টি বুধবার (২৪ জুন) দুর্ঘটনায় দুমড়ে মুছড়ে যায়।

সে পোস্টটি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই তার নতুন প্রেমিক ‘মাসেরাতি’র ছবি পোস্ট করলেন। ক্যাপশনে লেখেন, ‘নয়া প্রেমিক। ফার্স্ট ডেট।’

অ্যাডভেঞ্চার অব সুন্দরবন কামরুজ্জামান রনি পরীমনি ফিয়াট অটোমোবাইলস মাসেরাতি