Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী আলিয়াকে নোটিশ পাঠালেন নওয়াজউদ্দিন সিদ্দিকী


২৭ জুন ২০২০ ১৫:২৩ | আপডেট: ২৭ জুন ২০২০ ১৭:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুৎসা রটানোর অভিযোগ এনে দ্বিতীয় স্ত্রী আলিয়ার বিরুদ্ধে এবার পালটা নোটিশ পাঠালেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এর আগে গত মে মাসে বিবাহবিচ্ছেদের জন্য নওয়াজকে নোটিস পাঠান আলিয়া। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন আলিয়া। এবার জালিয়াতি, ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে মানহানির কথা উল্লেখ করে আলিয়াকে পালটা নোটিস পাঠালেন নওয়াজ। যদিও আলিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে একবারের জন্যও মুখ খোলেননি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, নওয়াজউদ্দিন সিদ্দিকী আলিয়ার থেকে নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যেই জবাব দিয়েছিলেন। কিন্তু আলিয়া তা অস্বীকার করছেন করেন বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও, সম্প্রতি একটি নিউজ পোর্টালের সাথে একটি সাক্ষাৎকারে, আলিয়া অভিযোগ করেছেন যে নওয়াজ টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন। তাই বাচ্চাদের স্কুলের বেতনও দিতে পারছেন না আলিয়া। এই অভিযোগ সত্যি নয় বলে জানিয়েছেন নওয়াজ। বলেছেন, বাচ্চাদের রক্ষণাবেক্ষণ এবং স্কুলের বেতনের জন্য টাকা দিচ্ছেন। তার কাছে যাবতীয় প্রমাণও রয়েছে বলে জানান নওয়াজ। নোটিসেও একথা বলা হয়েছে। তাই নোটিসের মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন, আলিয়া যেন তার বিরুদ্ধে কোনও মানহানিকর মন্তব্য না করেন।

বিজ্ঞাপন

আলিয়া-নওয়াজের দাম্পত্য ১১ বছরের। সম্পর্ক ১৭ বছরেরও বেশি। ভারতীয় গণমাধ্যমে দেয়া একটি সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, ‘বিয়ের একবছর পর, ২০১০ সাল থেকেই আমার আর নওয়াজের মধ্যে সমস্যা শুরু হয়। এতদিন আমি সব সামলে নিচ্ছিলাম। তবে এখন সবকিছু হাতের বাইরে চলে গেছে।’ আলিয়ার অভিযোগ, নওয়াজের পরিবার তার উপর মানসিক ও শারীরিক অত্যাচার করতে শুরু করে। এমন কি নওয়াজের বড় ভাইও তাকে মারধর করেছেন।

আলিয়াকে বিয়ের আগে মায়ের ইচ্ছাতেই শাহিবাকে বিয়ে করেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। কিন্তু সেই বিয়ে ৬ মাসও টেকেনি। বর্তমানে লকডাউনে উত্তরপ্রদেশের গ্রামের বাড়িতেই রয়েছেন অভিনেতা নওয়াজউদ্দিন। সেখানেই সকাল থেকে বিকেল পর্যন্ত চাষের কাজে ব্যস্ত তিনি। নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ারও করেছেন তিনি।

আলিয়া নওয়াজউদ্দিন সিদ্দিকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর