Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একতা কাপুরের বিরুদ্ধে মামলায় ক্ষোভ জানালেন গায়ক মিকা সিং


২৭ জুন ২০২০ ১৯:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ফুঁসছে তার ভক্তরা। তাদের অনেকেরই অভিযোগ তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। মেনে নিতে পারছেন না সুশান্তর এভাবে চলে যাওয়াটা। তাই ক্ষোভে এরই মধ্যে মামলা দায়ের করা হয়েছে বলিউডের অভিনেতা সালমান খান, পরিচালক সঞ্জয় লীলা বনশালী, পরিচালক করন জোহর সহ আটজনের বিরুদ্ধে। সুশান্তকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা এই মামলায় আটজনের তালিকায় রয়েছেন বলিউডের আলোচিত প্রযোজক একতা কাপুর- যিনি প্রযোজক হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রথম সুযোগ করে দিয়েছিলেন সুশান্তকে। তাকেই কিনা সুশান্তের আত্মহত্যার জন্য কাঠগড়ায় তোলা হচ্ছে? এ নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিং।

বিজ্ঞাপন

তীব্র ক্ষোভ প্রকাশ করে গায়ক মিকা সিং বললেন, ‘একতা কাপুরই প্রথম যিনি সুশান্ত সিং রাজপুতকে পবিত্র রিস্তা মতো টেলিভিশনের নম্বর ওয়ান শোয়ের প্রধান চরিত্রে কাস্ট করেছিলেন। সেই একতা কাপুরকেই কীভাবে সুশান্তের আত্মহত্যার জন্য নিশানা করা হয়?’

নিজের পুরানো কাজের প্রসঙ্গ স্মৃতিচারণ করে মিকা সিং আরো জানালেন, ‘মুম্বই ইন্ডাস্ট্রিতে প্রচুর অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন, যাদের লঞ্চ করিয়েছেন একতা কাপুর। আমার নিজের যখন সিনেমা মুক্তি পেয়েছিল, মিউজিক লঞ্চ করার জন্য অমিতাভ বচ্চন এসেছিলেন। আমার একটা অনুরোধেই শুধু। আমি তো এটা অস্বীকার করতে পারি না যে, আমি সাপোর্ট পাইনি! সেরকমই একতা কাপুরও কিন্তু অনেককে ব্রেক দিয়েছেন ইন্ডাস্ট্রিতে।’

সুশান্ত সিং রাজপুত তার অভিনয় জীবন শুরু করেন একতা কাপুর প্রযোজিত ‘পবিত্র রিস্তা’ টেলিভিশন ধারাবাহিক দিয়ে। সেই ধারাবাহিকে নবীন অভিনেতা সুশান্তকে নিয়ে ঝুঁকি নিতে চাননি শোয়ের নির্মাতারা। মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগে একতা কাপুর এ প্রসঙ্গে নিজেই জানিয়েছিলেন যে, ‘আমি ওর (সুশান্তের) উপর আস্থা রেখে বলেছিলাম- দেখবেন এই ছেলেটার মিষ্টি হাসি দর্শকদের মন জয় করে নেবে। হলও তাই! ধন্যবাদ সুশান্ত, আমার মান রাখার জন্য।’ আর সেই অভিনেতার আত্মহত্যার জন্যই কিনা একতা কাপুরকে দায়ী করা হচ্ছে? তাই এ নিয়ে তীব্র নিন্দা জানালেন গায়ক মিকা সিং।

একতা কাপুর মিকা সিং সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর