Monday 02 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় বাবা-মাকে হারালেন অভিনেতা পিয়াল


২৮ জুন ২০২০ ১৪:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসে অভিনেতা মাহাদি হাসান পিয়াল তার বাবার পর মাকেও হারিয়েছেন। মাত্র ১১ দিনের ব্যবধানে এ ঘটনা তাকে স্তব্ধ করে দিয়েছে।

মাত্র দুই সপ্তাহ আগে পিয়ালের বাবা করোনায় আক্রান্ত হন। বাসায় চিকিৎসারত তিনি গত ১৬ জুন মারা যান। পরদিন (১৭ জুন)  পিয়ালের মা অসুস্থ হয়ে পড়েন। তাকে মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। তিনিও শনিবার (২৭ জুন) না ফেরার দেশে চলে যান।

তবে পিয়াল ও তার বোনও করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। কান্না জড়িত কণ্ঠে তিনি গণমাধ্যমকে পিয়াল বলেন, ‘বাবাকে বাঁচাতে গিয়ে মাও চলে গেলেন। এই কষ্ট আমি কী দিয়ে মুছবো।’ তিনি আরও জানান, তার মায়ের নিউমোনিয়া হওয়ায় করোনার ধকল তিনি সহ্য করতে পারেননি।

বিজ্ঞাপন

মাহাদি হাসান পিয়াল গত এক দশক ধরে অভিনয় করছেন নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে। তিনি তার বাবা-মা দুজনের জন্য সকলের কাছে।

করোনাভাইরাস বাবা মা মাহাদি হাসান পিয়াল