Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রামীণ জীবনের গল্প ‘টিপু সুলতান’


২৮ জুন ২০২০ ১৭:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় ঘরবন্দী মানুষের কথা চিন্তা করে আরটিভি নিয়ে আসছে নতুন ধারাবাহিক নাটক ‘টিপু সুলতান’। গ্রামীণ মানুষের জীবনের নানান গল্প নিয়ে এগোবে ধারাবাহিকটির গল্প।

হিরন জামানের রচনা ও পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অপর্ণা ঘোষ, আখম হাসান, সাবেরী আলম, লুৎফর রহমান জর্জ, আল মামুন প্রমুখ।

‘টিপু সুলতান’র গল্পে দেখা যায়, রামদিয়া গ্রামের বুক চিরে ধমনীর মতো বয়ে চলা নদীতে পানি আনতে যাচ্ছিলেন বাদল ডাক্তারের স্ত্রী নাজমা, সাথে ডাক্তারের কম্পাউন্ডার জালু। যেতে যেতেই পথের পাশে পড়ে থাকা রক্তাক্ত শিলাকে দেখতে পায় তারা। নাজমার নরম মনটা কেঁদে ওঠে, সে তার ডাক্তার স্বামীকে ডাকতে বাড়ির দিকে যায়।

বিজ্ঞাপন

একা হয়ে গেলে জালু যখন শিলার গলার কাছে হাত দিয়ে প্রাণের অস্তিত্ব অনুভব করার চেষ্টা করছিল, তখন তার পেছনে এসে দাড়ায় গ্রামের লোভী মানুষ বিশা কাটারী। জালুর এই অবস্থা দেখে বিশার মনে হয়- জালু দিনের আলোতে মেয়েটাকে খুন করেছে এবং তখনই তার মাথায় একটা উপরি উপার্জনের ধান্দা আসে। সে এই খুন করার কথা গ্রামে রটিয়ে দেয়ার ভয় দেখিয়ে মেয়েটার গায়ে থাকা নানান অলঙ্কারের ভাগ চায় জালুর কাছে।

ধারাবাহিকটি ৩০ জুন থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচারিত হবে আরটিভিতে।

অপর্ণা ঘোষ আখম হাসান আনিসুর রহমান মিলন আল মামুন টিপু সুলতান লুৎফর রহমান জর্জ সাবেরী আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর