Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরো সাত দিন পেলেন শাকিব খান


৬ মার্চ ২০১৮ ১৮:৪৬

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

হবিগঞ্জে নায়ক শাকিব খানের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার তদন্ত প্রতিবেদন ১৪ মার্চের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে হবিগঞ্জ আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারক শম্পা জাহান এ আদেশ দেন।

গত ২৬ ফেব্রুয়ারি হবিগঞ্জ আমলি আদালত আদেশ দেয় সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে। কিন্তু সময়ের মধ্যে প্রতিবেদন না দেয়ায় আবারো সাত দিন সময় বাড়লো তদন্ত প্রতিবেদন জমা দেয়ার। এ দিয়ে মামলায় সময় বাড়ানো হলো চার বার।

২০১৭ সালে মুক্তি পাওয়া রাজনীতি চলচ্চিত্রে শাকিব খান নায়িকা অপু বিশ্বাসকে একটি মোবাইল নম্বর দেন। সেটি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাজমিস্ত্রী ইজাজুল মিয়ার নম্বরের সঙ্গে মিলে যায়। এরপর থেকেই শাকিব ভক্তদের ফোনে অতিষ্ঠ হয়ে পড়েন ইজাজ। গত বছরের ২৯ অক্টোবর রাজনীতি ছবির নায়ক শাকিব খান, পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদের বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি। মামলায় ইজাজ দাবি করেছেন ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ।

গোয়েন্দা পুলিশকে ১৪ মার্চের মধ্যে তা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর