‘সূর্যবংশী’ দিওয়ালিতে এবং ’৮৩ বড়দিনে
৩০ জুন ২০২০ ১৪:৪৯
রবিবার (২৯ জুন) বলিউডে বেশ একটি ঘটনা ঘটে গেছে। এক সঙ্গে সাতটি ছবি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তির ঘোষণা দিয়েছে— ‘দিল বেচারা’, ‘লক্ষ্মী বোম’, ‘ভুজ-দ্য প্রাইড অব ইন্ডিয়া’, ‘দ্য বিগ বুল’, ‘দিল বেচারা’, ‘সাদাক ২’, ‘খোদা হাফিজ’ ও ‘লটকেইস’। ছবিগুলো ওটিটি প্লাটফর্ম ‘ডিজনি প্লাস হটস্টার’-এ দেখা যাবে।
এ ঘোষণায় তো বলিউডের প্রদর্শক পরিবেশকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে তাদের ক্ষোভের আগুনে কিছুটা পানি ঢালার ব্যবস্থা হয়েছে। বড় বাজেটের দুটি ছবি- ‘সূর্যবংশী’ ও ‘৮৩’ অনলাইনে মুক্তি না দিয়ে সরাসরি সিনেমা হলে মুক্তি দিবে। খবর বলিউড হাঙ্গামা।
রোহিত শেঠির ‘সূর্যবংশী’ মুক্তি পাবে দিওয়ালিতে এবং কবির খানের ’৮৩ মুক্তি পাবে আগামী বড়দিনে অর্থাৎ ২৫ ডিসেম্বর।
রিলায়েন্স এন্টারটেইনমেন্ট গ্রুপের সিইও শিবাশীষ সরকার বলেন, আমরা ‘সূর্যবংশী’ ও ’৮৩ দুটি ছবিই সিনেমা হলেই মুক্তি দিবো। এখন পর্যন্ত দিওয়ালি ও বড়দিনে ছবিগুলোর মুক্তির তারিখ ঠিক করে রাখা আছে। তবে কোন কারণে যদি সিনেমা হল খুলতে দেরি হয়, তা হলেও আমরা অপেক্ষা করতে রাজি আছি। এগুলো সরাসরি অনলাইনে মুক্তি দেওয়ার মতো ছবি না।
৮৩ খোদা হাফিজ দিল বেচারা দ্য বিগ বুল ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া লটকেইস সাদাক-২ সূর্যবংশী