Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগুনের পরশমণি-কে পারফেক্ট মনে হয়’


৯ ডিসেম্বর ২০১৭ ২১:৩১

মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের প্রসঙ্গ এলে নির্মাতা মেজবাউর রহমান সুমনের মাথায় প্রথমেই আসে হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’। শৈশবে দেখা এ চলচ্চিত্রটির কিছু কিছু মুহূর্ত আজও তাকে তাড়িত করে।

স্মরণীয় দৃশ্য ১

‘আগুনের পরশমণি’-তে আসাদুজ্জামান নূরের একটা শট আছে। তিনি রাস্তা ধরে ফিরছেন। হাতে বাজারের থলি। তাতে অস্ত্র। মাথার ওপরে দিগন্তজোড়া আকাশ। তিনি ঘুরে তাকান। ব্যাকগ্রাউন্ডে বাজছে হাছন রাজার ‘নিশা লাগিলো রে’। মিডল কম্পোজিট একটা শট। এই ইন্টারেস্টিং মুহূর্তটি আমার মাথায় থেকে গেছে।

স্মরণীয় দৃশ্য ২

এ ছবির শেষের দিকে আরেকটি দৃশ্য আছে যেখানে বাস থেকে লোকজনকে নামিয়ে তল্লাশি করছে পাকহানাদার বাহিনী। একজনের কোল থেকে বাচ্চা কেড়ে নিয়ে লোকটিকে ধরে নিয়ে যাওয়া হয়। বাচ্চাটি কাঁদছে। এর পরের দৃশ্যে গণকবর খোঁড়া হচ্ছে। একজন বৃদ্ধ, যিনি কবর খুঁড়ছেন, অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন। ট্রাকভর্তি লাশ এনে কবরে ফেলা হচ্ছে একের পর এক।


মুক্তিযুদ্ধের গল্প বলতে গেলে সবাই অনেক বড় ক্যানভাস চিন্তা করে। ‘আগুনের পরশমণি’-র ক্যানভাস ছোট ছিলো। একটা ছোট্ট বাড়ির ভেতরে পুরো মুক্তিযুদ্ধের আবহকে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধ তো অনেক বড় ইস্যু। এতো বড় একটা ক্যানভাস অনেক ছোট জায়গা থেকে হুমায়ূন আহমেদ ডিল করছিলেন! বেশিরভাগ সময় ছোট বিষয় দিয়েও যে বড় কিছুকে ইঙ্গিত দেয়া যায়; এটিই ওই ছবির সৌন্দর্য। একটা বাড়ির মধ্যে কয়েকজন মানুষের আটকে থাকা, তাদের ক্রাইসিস এবং এর ভেতর দিয়ে পুরো বাংলাদেশকে দেখার যে প্রবণতা; এটি আমার ভালো লেগেছিলো।

মুক্তিযুদ্ধের গল্প বলতে গেলে যে বিশাল ক্যানভাস-বিশাল বাজেট-আয়োজন দরকার, সেটা একজন ফিল্মমেকার সব সময় পেরে ওঠে না। কিন্তু একজন ফিল্মমেকার তার বুদ্ধিমত্তা দিয়ে সে আয়োজনটাকে ওভারলুক করতে পারে। বড় আয়োজন না করেও সে  ওই পরিসরটি ধরতে পারে। এটি ‘আগুনের পরশমণি’-তে খুব প্রকটভাবে আছে।

‘আগুনের পরশমণি’ খুবই শৈশবে দেখা একটি ছবি। কিন্তু মুক্তিযুদ্ধের ছবি বলতে গেলে এটিকেই কেন যেন আমার কাছে খুব পারফেক্ট লাগে। আরও অনেক ছবি আছে। হয়তো এখন মনে পড়ছে না। খান আতাউর রহমানের ‘আবার তোরা মানুষ হ’- ছবির কিছু কিছু জায়গাও আমার ভীষণ ভালো লাগে।

সারাবাংলা/কেবিএন

আগুনের পরশমনি মুক্তিযুদ্ধের ছবি মেজবাউর রহমান সুমন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর