Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যামাজনের সঙ্গে মিলিয়ন ডলারের চুক্তি প্রিয়াঙ্কার


১ জুলাই ২০২০ ১৪:০৫ | আপডেট: ১ জুলাই ২০২০ ১৪:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডে বিশ্বের বড় বড় ভিডিও প্ল্যাটফর্মগুলো তাদের বিনিয়োগ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ডিজনি ভারতীয় প্রতিষ্ঠান হটস্টারকে কিনে নিয়ে ‘ডিজনি প্লাস হটস্টার’ নাম ধারণ করেছে। তারা একের পর এক ছবি, টিভি শো কিনে নিচ্ছে। সে জায়গায় কিছুটা পিছিয়ে আছে আরেক জায়ান্ট অ্যামাজন।

তবে অ্যামাজনও মার্কেট ধরতে মরিয়া হয়ে গেছে। তার কিছুটা লক্ষণ পাওয়া গেলো প্রিয়াঙ্কা চোপড়ার উপর বিনিয়োগের খবরে। বিশ্বখ্যাত সিনে ম্যাগাজিন ভ্যারাইটির খবরে বলা হচ্ছে, প্রিয়াঙ্কা চোপড়ার সাথে তারা মাল্টিমিলিয়ন ডলার দিয়ে টেলিভিশন চুক্তি করেছে।

চুক্তির সঠিক অংক অবশ্য কেউই প্রকাশ করেনি। তবে বড় সড় কিছু নিয়ে আসছেন তারা বুঝায় যাচ্ছে এ ঘোষণায়।

বিজ্ঞাপন

অ্যামাজন স্টুডিওর প্রধান জেনিফার সাল্কে সাবেক বিশ্ব সুন্দরীরে সঙ্গে চুক্তি নিয়ে বলেন, ‘প্রিয়াঙ্কা নিজস্ব কনটেন্ট ও চরিত্র সৃষ্টি করবেন। তিনি শক্তিশালী প্রযোজক। আমরা তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

অন্যদিকে প্রিয়াঙ্কা চুক্তি প্রসঙ্গে বলেন, ‘নারীদের গল্প বলার ইচ্ছা অবশেষে পূরণ হচ্ছে। বিশ্বসেরাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি গর্বিত। অ্যামাজনের সঙ্গে আমার এই চুক্তি বৈশ্বিক। তাই আমি হিন্দি ভাষায় কাজ করতে পারবো, ইংলিশে পারবো, যেটা চাইবো সেটিতেই পারবো।’

অ্যামাজন প্রিয়াঙ্কা চোপড়া মিলিয়ন ডলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর