Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাইজানের নতুন চাল, সবাই বেসামাল


৬ মার্চ ২০১৮ ১৯:৪১

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

‘চালবাজ’ সিনেমায় ঠকবাজ, ধড়িবাজ, রংবাজ, প্রেমবাজ শাকিবকে দেখার রেশ কাটতে না কাটতে চলে এলেন ভাইজান। সোমবার (৫ মার্চ) রাতে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয় শাকিব খান অভিনীত ভাইজান সিনেমার প্রথম লুক।

সম্প্রতি কলকাতায় গান দিয়ে শুরু হয়েছে ‘ভাইজান এলো রে’র শুটিং। গানের দৃশ্যধারণে অংশ নিয়েছেন শাকিব খান ও কলকাতার পায়েল সরকার। গানের দৃশ্যে তাদের পোশাক ও শুটিং সেটের সাজ-সজ্জা দেখে অনেকেই ধারণা করছেন ধামাকাদার গান হবে এটি।

আসন্ন ঈদে বাংলাদেশে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

ছবিতে শাকিব খানের সঙ্গে এদেশের আরো অভিনয় করছেন দীপা খন্দকার ও মুনিরা মিঠু। ছবিতে শাকিব খান দ্বৈত চরিত্রে অভিনয় করছেন।

ছবিতে দ্বিতীয়বারের মতো জুটি হয়ে অভিনয় করছেন শাকিব খান ও শ্রাবন্তী। ছবিটি পরিচালনা করছেন জয়দীপ মুখার্জি।

সারাবাংলা/পিএ

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর