Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের নাটক ‘মাল্টি প্লাগ’


১ জুলাই ২০২০ ১৪:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘মাল্টি প্লাগ’। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হারুন রুশো। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাওন, পারসা ইভানা, রাইসা রিয়া, সায়মা আখতার, তানজিম হাসান অনিক ও নিথর মাহবুব।

পরিচালক হারুন রুশু জানিয়েছেন, ঈদে নাগরিক টিভিতে প্রচার হবে নাটকটি। এতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন শাওন ও নিথর মাহবুব। দুই ভাইয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ছোট ভাই একের পর এক প্রেম করে বেড়ায়। আর বড় ভাইয়ের মাথায় চুল কম বলে কোনও মেয়ে একবার তাকে টাকলু বলেছিল; তাই সে প্রেম বিয়ে তাকে টানে না।

নাটকটির পরিচালক হারুন রুশু বলেন, অনেকদিন নিজেকে একা ঘরে বন্দি রাখার পর কাজে এসে ভালো লেগেছে। তবে একটা আতঙ্কও ছিল। আগের মতো এখন আর শুটিংয়ে আনন্দে মেতে উঠা যায় না। আমরা নিরাপত্তা মেনেই শুটিং করেছি।  এবারের ঈদে আরো চারটি নাটক পরিচালনা করার পরিকল্পনা আছে। কাজ শেষ না করার আগে বিস্তারিত জানাতে চাচ্ছি না।

বিজ্ঞাপন

‘মাল্টি প্লাগ’র চিত্রগ্রহণ করেছেন সুজন মেহমুদ, নির্বাহী প্রযোজক আর এইচ সোহেল।

পারসা ইভানা মাল্টি প্লাগ শাওন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর