Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মহত্যা করতে চেয়েছিলেন মনোজ


২ জুলাই ২০২০ ১২:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা পুরো বলিউডকে স্তব্ধ করে দিয়েছে। এমন না যে তিনিই প্রথম অভিনেতা যিনি এ পথ বেছে নিয়েছেন। সুশান্তের মৃত্যুর পর অনেকেই তুলেছেন ‘নেপোটিজম’ বা ‘স্বজনপোষণ’র অভিযোগ। বলেছেন, তারা নিজেরাও আত্মহত্যা করতে চেয়েছেন কোন এক সময়ে।

সে তালিকায় নতুন যুক্ত হয়েছেন মনোজ বাজপায়ী। মনোজেরও জীবনের একটা পর্যায়ে মনে হয়েছিলো আত্মহত্যা করলে বুঝি সকল কিছু সমাধান হয়ে যাবে।

ভারতীয় একটি ট্যাবলয়েটডকে দেওয়া সাক্ষাৎকারে মনোজ জানিয়েছেন তার ক্যারিয়ার শুরুর দিকে কথা। ওই সময় তার কাছে টাকা পয়সা একদমই ছিলো না। বাসা ভাড়া থেকে শুরু করে অনেক কিছুর অর্থই পরিশোধের সামর্থ ছিলো না। বারবার আত্মহত্যার চিন্তা আসতো।

বিজ্ঞাপন

কিন্তু মনোজ এক্ষেত্রে সৌভাগ্যবান। তার বন্ধুরা তার পাশে থেকেছে। তাকে তুলে এনেছে হতাশার কবল থেকে।

কৃষকের ছেলে ছিলেন মনোজ। নয় বছর বয়স থেকে নিজের ভবিতব্য হিসেবে ঠিক করে নিয়েছিলেন অভিনয়। সে সিদ্ধান্ত যে ভুল ছিলো না তা এখন পরিষ্কার।

আত্মহত্যা মনোজ বাজপায়ী সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর