Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউড ছাড়ছেন সুশান্তের নায়িকা!


২ জুলাই ২০২০ ১৩:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুশান্তের আত্মহত্যার খবর প্রকাশিত হয় গত ১৪ জুন। সে খবর প্রকাশের পর থেকে কান্নায় ভেঙ্গে পড়েন তার শেষ ছবি ‘দিল বেচারা’র নায়িকা সঞ্জনা। তিনি এতোটাই ভেঙ্গে পড়েছেন যে বলিউড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তার সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্টে তারই ইঙ্গিত।

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি স্টোরিতে দেন। সে ছবিতে কালো ব্যাকগ্রাউন্ডের উপর সাদা হরফে লেখেন, খোদা হাফিজ মুম্বাই। ৪ মাস পর আমাদের দেখা হলো। আমি দিল্লি ফিরে চললাম। পরিচিত রাস্তাগুলো একটু অন্যরকম ঠেকলো, একদম শুনসান ছিলো। আমার মনে যে ব্যাথা রয়েছে তা হয়তো দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। কিংবা আপনিও কষ্টের মধ্যে রয়েছেন। দেখা হবে? শিগগিরই অথবা আর হবে না।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে আগামী ২৪ জুলাই মুক্তি পেতে যাচ্ছে সুশান্ত-সঞ্জনার শেষ ছবি ‘দিল বেচারা’। মুকেশ ছাবরার এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হচ্ছে তার।

হয়তোবা নিজের প্রথম ছবির মুক্তির আগে এত বড় দুর্ঘটনা ঘটবে বুঝতে পারেননি। তাই হয়তো বা কষ্ট থেকে এমন স্ট্যাটাস।

দিল বেচারা বলিউড সঞ্জন সাংঘি সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর