অক্ষয় কুমার এমন এক অভিনেতা যাকে কোন কিছুই শুটিং করা থেকে বিরত রাখতে পারে না, এমন কী কোন মহামারিও। তার পাইপলাইনে অনেকগুলো ছবি রয়েছে। এর মধ্যে বহুল প্রত্যাশিত ‘বেল বটম’। ছবিটিতে তার অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত থাকলেও এতদিন জানা যাচ্ছিলো কে হচ্ছেন তার নায়িকা।
বলিউড হাঙ্গামা বলছে ‘বেল বটম’-এ তার নায়িকা হবেন বাণী কাপুর। ‘ওয়্যার’র নায়িকা ছিলেন তিনি।
ছবিটির সহ-প্রযোজক জ্যাকি ভাগানী বলেছেন, বাণী একজন মেধাবী ও দারুণ অভিনেত্রী। আমার তার আগের কাজগুলো বেশ ভালো লেগেছে। ‘বেল বটম’ অক্ষয় বিপরীতে তাকে বেশ ভালো মানাবে। ছবিতে তার ভূমিকা বেশ মিষ্টি এবং আমার বিশ্বাস সে অনেক ভালো করবে।’
‘বেল বটম’ ৮০ দশকের একজন গ্যাংস্টারের গল্প। ইতোমধ্যে ছবিতে অক্ষয়ের লুকের একটি পোস্টার প্রকাশিত হয়েছে। দর্শকরা তা পছন্দ করেছেনও। সম্প্রতি অক্ষয় কুমার ‘বেল বটম’ ফাইনাল ড্রাফট দেখে দিয়েছেন। এখন চলছে চূড়ান্ত শুটিংয়ের প্রস্তুতি।