গালওয়ানের ঘটনা নিয়ে অজয়
৪ জুলাই ২০২০ ১৪:৪৫
গেল ১৬ জুন গালওয়ান সীমান্ত হয়ে গেলো ভারত ও চীনের রক্তক্ষয়ী সংঘাত। যেখানে ২০ জন ভারতীয় সেনা নিহত হন। এ ধরণের ঘটনা নিয়ে বলিউডে এর আগে বহু চলচ্চিত্র নির্মিত হয়েছে। এ ঘটনা নিয়েও ছবি বানানোর ঘোষণা দিলেন অজয় দেবগন।
নাম ঠিক না হওয়া চলচ্চিত্রটি প্রযোজনা করবে অজয় দেবগনের এফফিল্মস অ্যান্ড সিলেক্ট হোল্ডিংস এলএলপি। এ ছবির কাস্ট অ্যান্ড ক্রুর নাম খুব শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন অজয়।
ভারতীয়দের বীরত্ব নিয়ে অজয় দেবগন এর আগেও সিনেমা করেছেন। সে তালিকায় রয়েছে ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’, ‘এলওসি: কার্গিল’, ‘দ্য লিজেন্ড অব ভগত সিং’, ‘তানহাজি’, ‘সিংহাম’ ও ‘রাইড’।
প্রসঙ্গত, প্রায় ছয় দশক আগে ১৯৬২ সালে ভারত ও চীনের মধ্যেকার যুদ্ধেরও সূচনা হয়েছিল গালওয়ান থেকে। ১৯৬২ সালের অক্টোবরে গালওয়ান উপত্যকায় ৩৬ জন ভারতীয় সেনা চীনা বাহিনীর হাতে নিহত হওয়ার পরই পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল।