Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউটিউব নিয়ে মারিয়া নূরের ব্যস্ততা


৬ জুলাই ২০২০ ১৪:৩০

জনপ্রিয় উপস্থাপিকা মারিয়া নূর করোনাভাইরাসের কারণে মার্চের মাঝামাঝি থেকে নিজ ঘরেই সময় কাটাচ্ছেন। এ সময়ে অনলাইনে বেশ কিছু শো উপস্থাপনা করেছেন। কিছুদিন আগে তিনি নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। সেটি নিয়েই বর্তমানে তার ব্যস্ততা।

মারিয়া নূর জানিয়েছেন, চ্যানেলটির জন্য ভিন্নরকম কনটেন্ট নির্মাণ করছেন। এর মধ্যে রয়েছে কোরবানির ঈদকে কেন্দ্র করে কিছু রান্নার রেসিপির ভিডিও। দর্শকদের জন্য সহজ ও মজাদার কিছু রান্না নিয়ে আসবেন তিনি।

বিজ্ঞাপন

এছাড়া তিনি সোশ্যাল মিডিয়ার জন্য বানিয়েছেন সেলেব্রিটি লাইভ শো ‘মারিয়া চ্যালেঞ্জ’। অনুষ্ঠানটিতে অনেক জনপ্রিয় তারকাই অতিথি হয়ে এসেছে।

মারিয়া বলেন, ‘ঘরবন্দি থাকতে থাকতে আমরা নানাভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। সে ভাবনা থেকে ‘মারিয়া চ্যালেঞ্জ’ শোটি করা।’ প্রতি শনিবার রাত ৯টায় অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে।

করোনার কারণে বন্ধ থাকা নাটক-সিনেমার শুটিং শুরু হয়েছে। তিনিও শুটিংয়ে ফিরতে চান। এর আগে চান স্বাস্থ্যবিধি পুরোপুরি নিশ্চিত করা।

ইউটিউব মারিয়া চ্যালেঞ্জ মারিয়া নূর