রাজ শুভশ্রীর বিয়ে
৭ মার্চ ২০১৮ ১২:১০ | আপডেট: ৭ মার্চ ২০১৮ ১৩:০২
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
একজন ক্যামেরার পেছনে, আরেকজন ক্যামেরার সামনে। একজন পরিচালক, আরেকজন চিত্রনায়িকা। কাজের সম্পর্কেই অনেক ঘনিষ্ট দুজন। এবার সেই সম্পর্ক চূড়ান্তরূপ নিলো।
হ্যাঁ, পরিচালক-নায়িকা, ভালো বন্ধু থেকে স্বামী-স্ত্রী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী ও নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। সোমবার (৫ মার্চ) রাতে আংটি বদল হয়েছে তাদের। বিয়ে হবে ১১ মে।
ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে আংটি বদল করেন রাজ-শুভশ্রী।
রাজের ঘনিষ্ট বন্ধু অভিনেতা রুদ্রনীল ঘোষ তার লেখায় ছোট্ট করে জানিয়েছেন অন্দরমহলের কথা। তিনি লিখেছেন, ‘আজ আমার আনন্দের দিন। এই মুহূর্তে আমরা আরবানায় রয়েছি। আংটি বদল হয়ে গিয়েছে। সেলফি তোলার পালাও শেষ। এবার পার্টি অল নাইট।’
হবু দম্পতিকে টালিউড তারকা, বন্ধু, আত্মীয়-স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।
সারাবাংলা/পিএ