Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীপিকা এখন পাঁচ কোটিতে


৮ জুলাই ২০২০ ১২:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজের কৃতিত্ব আর প্রতিভার জোরে বলিউডের সেরা স্থানটা এখন দীপিকা পাডুকোনের। একের পর এক হিট সিনেমা, ব্লকবাস্টার এবং তার অসামান্য অভিনয় দক্ষতার জন্য প্রচুর পুরস্কার, সম্মান এসেছে ঝুলিতে। সম্প্রতি দীপিকার মুকুটে যুক্ত হল আরো একটি নতুন পালক। তার ইন্সটাগ্রামে ফলোয়ারের সংখ্যা ছাড়াল ৫ কোটি। সোশ্যাল মিডিয়ায় বিশ্বজোড়া তার অনুরাগী।

দীপিকা এখন ব্যস্ত নতুন ছবির চিত্রনাট্য পড়ায়। পাশাপাশি এই লকডাউনে কখনও নিজের ছবি, কখনও স্বামী রণবীর সিং’র সঙ্গে তার খুনসুটির ছবি আবার কখনও রোদে বসে কাঁচা আম মেখে খাওয়ার ছবি- সবই তিনি শেয়ার করছেন তার অনুরাগীদের জন্য। ভক্তদের জন্য তিনি যেমন নিজের ছবি আপলোড করছেন, তেমনি আবার দিচ্ছেন মজাদার ভিডিও। আর এতে খুশী হয়ে প্রতিদান হিসেবে অনুরাগীরাও তাকে পাঠিয়েছেন তার ছবি ও ভিডিওর কোলাজ। এতো ভালোবাসায় নিজেকে ধন্য মনে করছেন দীপিকা। পাঁচ কোটি সদস্য সংখ্যা পেরনোর খুশীতে দীপিকা ঘোষনা দিয়েছেন, সবার জন্য একটি নতুন ভিডিও বানাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

ইন্সটাগ্রাম দীপিকা পাডুকোন বলিউড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর