Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হ্যাকার’ হবে, তবে…


৮ জুলাই ২০২০ ১৩:৩৯

শাকিব খান প্রযোজিত দ্বিতীয় ছবি ‘পাসওয়ার্ড’ গত বছর মুক্তি পায়। মালেক আফসারী পরিচালিত ছবিটি ব্যবসাসফলও হয়েছিলো। তখনই ঘোষণা এসেছিলো নায়ক-পরিচালক জুটি ‘হ্যাকার’ নামে আরেকটি ছবি করবেন। কথা ছিলো সেটি এবারের কোরবানির ঈদে মুক্তি পাবে। কিন্তু করোনা সব কিছু আটকে দিলো।

তাহলে কি ‘হ্যাকার’ হচ্ছে না? অবশ্য সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন পরিচালক মালেক আফসারী। তিনি বলেছেন, হ্যাকার অবশ্যই হবে। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিং শুরু করবেন।

বিজ্ঞাপন

করোনার আগের শাকিব খান সেলেব্রিটি প্রডাকশন থেকে ‘নবাব এলএলবি’ করার কথা ছিলো। এতে তার বিপরীতে ছিলেন মাহিয়া মাহি। আরো ছিলেন অর্চিতা স্পর্শিয়া। ওই ছবিটির করোনাভাইরাসের কারণে শুটিং স্থগিত রয়েছে।

শাকিব খান ও মালেক আফসারী এর আগে এক সঙ্গে ‘হিরা চুনি পান্না’, ‘মনের জ্বালা’য় কাজ করেছেন।

মালেক আফসারী শাকিব খান হ্যাকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর