Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসম প্রেমের গল্পে তারিন-সালমান


৮ জুলাই ২০২০ ১৪:০২ | আপডেট: ৮ জুলাই ২০২০ ১৪:৫০

জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান প্রায় ছয় বছর ধরে অভিনয়ে অনিয়মিত। অন্যদিকে সালমান মুক্তাদির এ প্রজন্মের জনপ্রিয় ইউটিউবার। তাদের দুজনকে এবার একসঙ্গে দেখা যাবে ‘মেঘলা মনের মেয়ে’ নাটকে। অসম প্রেমের গল্পের নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

‘মেঘলা মনের মেয়ে’র চিত্রনাট্য করেছেন ফারিয়া হোসেন। বর্তমানে নাটকটির শুটিং চলছে। আসছে ঈদে নাটকটি প্রচারিত হবে।

চয়নিকা চৌধুরী বলেন, ‘তারিনের সঙ্গে আমি অনেক কাজ করেছি। মাঝে ছয় বছর দুজন একসঙ্গে কাজ না করায় মনে হচ্ছে এটা আমাদের প্রথম কাজ। ছয় বছর পরে হলেও, সেই পুরনো তারিনকেই পেলাম নতুনকরে। স্ক্রিপ্ট নিয়ে ভাবা, আলোচনা করা, রিহার্সাল করা, কেয়ার করা- সব একই আছে। এটাই হচ্ছে একজন জাতশিল্পীর ধরন।’

নাটকে তারিনের প্রেমিকের চরিত্রে দেখা যাবে সালমানকে। এতে তারা দুজন ছাড়া আরও অভিনয় করেছেন মিলি বাশার ও সামিয়া অথৈ। প্রযোজনা করেছেন তুহিন বড়ুয়া।

চয়নিকা চৌধুরী তারিন জাহান সালমান মুক্তাদির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর