Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হচ্ছে জয় বাংলা কনসার্ট


৭ মার্চ ২০১৮ ১৩:৫২ | আপডেট: ৭ মার্চ ২০১৮ ১৩:৫৭

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট ।।

রাজধানীর আর্মি স্টেডিয়ামে আর একটু পরেই শুরু হবে জয় বাংলা কনসার্ট। বেলা সোয়া ৩টা থেকে শুরু হয়ে এই কনসার্ট চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। এবারের আয়োজনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানের সঙ্গে নিজেদের গান গাইবে পাওয়ারসার্জ, আরবোভাইরাস, শূন্য, নেমেসিস, ক্রিপটিক ফেইট, লালন, চিরকুট ও আর্টসেল।

এর আগে জয় বাংলা কনসার্ট শুধু ঢাকায় আয়োজন করা হলেও এবার সিলেট ও খুলনায় অনুষ্ঠিত হয়েছে কনসার্টটি। ২ মার্চ সিলেটে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত হয় ‘রোড টু ৭ মার্চ’ শিরোনামের কনসার্ট। এতে অংশ নেয় দুটি ব্যান্ড মেকানিকস ও নেমেসিস। সিলেটের পর ৫ মার্চ খুলনার সার্কিট হাউস মাঠেও হয় কনসার্ট।

জয় বাংলা কনসার্ট আয়োজন করে ইয়ং বাংলা, এদের সহযোগী হিসেবে থাকে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। ২০১৫ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত হয়ে আসছে কনসার্টটি। প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসে ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে ঘোষণা করে।

সারাবাংলা/টিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর