Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান, করণ ও একতার বিরুদ্ধে মামলা খারিজ


৯ জুলাই ২০২০ ১০:২৪ | আপডেট: ৯ জুলাই ২০২০ ১০:৫৩

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার জন্য দায়ী করে সালমান খান, করণ জোহর ও একতা কাপুরের বিরুদ্ধে মামলা হয়েছিলো। সে মামলা বিহারের একটি কোর্ট খারিজ করে দিয়েছে। খবর বলিউড হাঙ্গামা।

মামলাটি স্থানীয় আইনজীবী সুধির কুমার করেছিলেন। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলেছেন এটি আদালতের এখতিয়ারের বাইরে। তাই তিনি মামলাটি নেননি। তবে সুধির কুমার জানিয়েছেন তিনি রায়কে চ্যালেঞ্জ জানাবেন।

তিনি বলেন, ‘পুরো বিহার সুশান্তের মৃত্যুতে কষ্ট পাচ্ছে। তাই আমি এ রায়ের বিরুদ্ধে আপিল করবো। কারণ সুশান্তের বিচার পাওয়ার অধিকার রয়েছে।’

অন্যদিকে সুশান্তের ভক্তরা তার আত্মহত্যার রহস্য উন্মোচনের জন্য সিবিআইয়ের তদন্ত দাবি করে আসছে প্রথম থেকেই। ‘কাই পো চে’ অভিনেতা গত ১৪ জুন নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন। পরবর্তীতে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। তখন সালমান, করন ও একতাকে এ মৃত্যুর জন্য দায়ী করেন অনেকেই। কথিত আছে তারা সুশান্তকে তার প্রযোজনা সংস্থায় নিষিদ্ধ করেছিলেন।

একতা কাপুর করন জোহর সালমান খান সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর