Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশ পেল সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’র প্রথম গান


১০ জুলাই ২০২০ ১৬:৩০ | আপডেট: ১০ জুলাই ২০২০ ২০:১৭

প্রকাশ্যে এল সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’র প্রথম গান। প্রাণোচ্ছ্বল, হাসিখুশি সেই ছেলেটাই আবারও যেন জীবন্ত হয়ে উঠল এই গানের সঙ্গে! আজ (শুক্রবার) ‘সনি মিউজিক ইন্ডিয়া’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হল এই গান।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, এ গানের দৃশ্য শুট করার সময় রি-টেকের প্রয়োজন পড়েনি! একেবারে এক শটেই বাজিমাত করেছিলেন সুশান্ত। কোরিওগ্রাফার ছিলেন ফারহা খান- যিনি গানের দৃশ্য শুট করার সময় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, সুশান্তকে নিজে হাতে রেঁধে খাইয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোরিওগ্রাফার ফারহা খান জানিয়েছেন, ‘পুরো একটা দিন ওই নাচের রিহার্সাল চলেছিল। তারপর মাত্র আধবেলার শুটিংয়ে সুশান্ত বাজিমাত করে দেন! এর জন্য ওকে একটা পুরষ্কারও দিই আমি। সুশান্ত চেয়েছিল, আমার হাতের রান্না খেতে। যখন একটা শটেই পুরো গানের দৃশ্য শুট করা হয়ে গেল, আমি তৎক্ষণাৎ বাড়ি চলে যাই। ওর জন্য নিজে হাতে রান্না করে খাবার বানিয়ে আসি সেটে।’

বিজ্ঞাপন

এআর রহমানের মিউজিক, তার সঙ্গে পা মেলাচ্ছেন সুশান্ত! ‘দিল বেচারা’র এই গানে তার নাচই বোধহয় অনুরাগীদের জন্য আজকের সবচেয়ে বড় উপহার।

এ আর রহমান দিল বেচারা ফারহা খান বলিউড সনি মিউজিক সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর