Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মারা গেলেন নাট্য নির্মাতা ও অভিনেতা স্বপন সিদ্দিকী


১০ জুলাই ২০২০ ১৭:৩৯

বাংলাদেশের নাট্যজগতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো মৃত্যু হলো একজন অভিনেতার। করোনায় মারা গেলেন নাট্য নির্মাতা ও অভিনেতা স্বপন সিদ্দিকী। আজ (শুক্রবার) দুপুর ১২টা নাগাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক, উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ।

স্বপন সিদ্দিকী করোনায় আক্রান্ত হওয়ার পর বাসাতেই হোম আইসোলেশনে ছিলেন। কিন্তু বেশি অসুস্থবোধ করায় বৃহস্পতিবার (৯ জুলাই) তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তার আগেই মারা গেলেন তিনি। স্বপন সিদ্দিকী নিয়মিত নাটক নির্মাণের পাশাপাশি অভিনয় করতেন। এছাড়াও তিনি টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এবং স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ছিলেন।

১৯৬০ সালে রাজধানীর নাখালপাড়ায় জন্ম নেয়া স্বপন সিদ্দিকী’র গ্রামের বাড়ি নোয়াখালী জেলার মাইজদিতে।

আনজাম মাসুদ করোনায় মৃত্যু স্বপন সিদ্দিকী স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর