‘পৃথ্বীরাজ’র পুনরায় শুটিং নভেম্বরে
১২ জুলাই ২০২০ ১২:০১
অক্ষয় কুমার সম্প্রতি জানিয়েছেন তিনি যুক্তরাজ্যে উড়াল দিবেন ‘বেল বটম’র শুটিংয়ের জন্য। সেখানে তিনি ৩০ দিনের লম্বা শিডিউলে কাজ করবেন। এর পরপরই তিনি শুরু করবেন ‘পৃথ্বীরাজ’। শুটিং হবে নভেম্বরের শুরুতে।
‘ছবিটির এখনও ৪০ দিনের মতো শুটিং বাকি রয়েছে। করোনাভাইরাসের কারণে চলা লকডাউন তুলে দেওয়ার পর অক্ষয় ছবিটির শুটিং আগে শুরু করতে চেয়েছিলেন। কিন্তু শুটিং ইউনিটে স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি নিয়ম থাকায় সম্ভব হয়নি’— বলিউড হাঙ্গামার কাছে এমনটা দাবি একটি সূত্রের।
সূত্রটি আরও বলছে, ‘এটি একটি ঐতিহাসিক ছবি হওয়ায় বিশাল সেট বানিয়ে এর শুটিং করতে হবে। যেখানে কমপক্ষে একশ জন মানুষ প্রতিনিয়ত উপস্থিত থাকবে। প্রচুর অ্যাকশন দৃশ্য থাকায় সেক্ষেত্রেও স্বাস্থ্যবিধি ভঙ্গ হবে। সব মিলিয়ে এ পরিস্থিতিতে শুটিং করা সম্ভব না। কারণ বর্তমানে এত মানুষ নিয়ে শুটিং করার অনুমতি নেই।’
সবমিলিয়ে পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী, প্রযোজক অদিত্য চোপড়া ও অক্ষয় কুমার শুটিং আগামী নভেম্বর মাসে করার সিদ্ধান্ত নিয়েছে। প্রযোজনা সংস্থা ইয়াশ রাজ ফিল্মসের নিজস্ব স্টুডিওতে এর শুটিং হবে।
সম্রাট পৃথ্বীরাজ চৌহানের বায়োপিক ‘পৃথ্বীরাজ’। পরিকল্পনা ছিলো দিওয়ালি মুক্তি দেওয়ার। কিন্তু করোনাভাইরাসের কারণে সব কিছু পিছিয়ে গেছে। তাই শুটিং শুরু করার পর জানা যাবে ছবিটি কবে মুক্তি পাবে।