‘জলদি সুস্থ হয়ে উঠুন প্লিজ…’
১২ জুলাই ২০২০ ১৫:১৫
শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টা… ‘আমি করোনা আক্রান্ত। হাসপাতালে ভর্তি হলাম’- বলিউড মহাতারকার এমনই একটি পোস্টে যেন ঝড় উঠে গেল। সারা বিশ্বের সিনেমাপ্রেমীরা একসুরে ব্যস্ত হয়ে পরলেন অমিতাভ বচ্চনের আরোগ্য কামনায়। বিনোদন ইন্ডাস্ট্রি থেকে রাজনৈতিক ময়দানের ব্যক্তিত্বরা, প্রত্যেকেই উদ্বিগ্ন। কোটি কোটি ভক্তের বার্তা উপচে পড়ছে বিগ বি’র সোশ্যাল ওয়ালে! প্রার্থনায় সামিল রয়েছেন বলিউড-সহ বিভিন্ন তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে উঠছে তাদের প্রার্থনায়।
অমিতাভ বচ্চনের দ্রুত আরোগ্য কামনা করে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হর্ষ বর্ধন লিখেছেন, ‘পুরো দেশের সঙ্গে আমিও আপনার আরোগ্য প্রার্থনায় যোগ দিলাম। আপনি দেশের অগণিত মানুষের আইডল। দ্রুত সেরে উঠুন। আমরা সকলে আপনার খেয়াল রাখব, খবর নেব।’ এদিকে গতকালই জয়া বচ্চনকে ফোন করে খোঁজ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে অমিতাভের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট দিয়েছেন।
এর আগেও করোনার হানা দিয়েছে সিনে পাড়ায়। কিন্তু বছর ৭৭ বছরের প্রবীণ সুপারস্টারের খবরে বেশ চিন্তিত সিনেমাজগত। যদিও বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে তিনি ভাল আছেন, ভাল আছেন অভিষেকও, তবুও তারকা থেকে অনুরাগী কারোরই দুশ্চিন্তা কাটছে না কিছুতেই। আরোগ্য কামনা করছেন বলিউডের অনুপম খের, কিরন খের, বনি কাপুর, সঞ্জয় দত্ত, সোনম কাপুর, বিপাশা বসু থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটার সচিন টেন্ডুলকার। এমন কি পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতারও। আরোগ্য কামনা করেছেন টলিউডের তারকারাও।
অমিতাভের সুস্থতা কামনায় দক্ষিণী নায়ক ধনুশ লিখেছেন, ‘শীঘ্রই ভাল হয়ে উঠুন স্যার, প্রার্থনা করছি’। নিজের শহরে বসেও এই খারাপ খবরে মন ভাল নেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। লিখেছেন ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন স্যার।’ পাশপাশি অভিষেক বচ্চনের জন্যও সুস্থতা কামনা করেছেন তিনি। অভিনেতা জিৎ’র একটাই চাওয়া- তাড়াতাড়ি বিগ-বি যেন সুস্থ হয়ে যান। অন্যদিকে অভিনেতা, সাংসদ দেব’র ‘ম্যাটিনি আইডল’ অমিতাভ। তাই আইডলের দ্রুত সুস্থতা কামনায় লিখেছেন, ‘আমার হিরো হারতে পারে না, কখনই নয়!’
ভক্ত ও অনুরাগী মহলে এখন শুধু একটাই চাওয়া… ‘জলদি সুস্থ হয়ে উঠুন প্লিজ…’