Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারা গেলেন ক্রাইম পেট্রোলের অভিনেতা রঞ্জন


১৩ জুলাই ২০২০ ১০:৫০ | আপডেট: ১৩ জুলাই ২০২০ ১০:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একের পর এক মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পরছে বলিউড ইন্ডাস্ট্রি। একে একে চিরবিদায় নিয়েছেন ইরফান খান, ঋষি কাপুর, ওয়াজিদ খান, বাসু চট্টোপাধ্যায়, সুশান্ত সিং রাজপুত, সরোজ খান ও জগদীপ। এবার চলে গেলেন অভিনেতা রঞ্জন শেহগাল। বলিউড সিনেমা ও টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই অভিনেতা শনিবার (১১ জুলাই) মুম্বাইয়ের শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর।

টেলিভিশনের খুবই পরিচিত মুখ রঞ্জন শেহগাল সনি টিভির বহুল জনপ্রিয় ক্রাইম পেট্রোলের অসংখ্য এপিসোডে অভিনয় করেছেন। এছাড়াও বলিউডের বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি। শাহরুখ খানের ‘জিরো’ ছবিতেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করা রঞ্জন বলিউড ছাড়াও পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও খুবই জনপ্রিয় ছিলেন তিনি। এছাড়াও সাবধান ইন্ডিয়া, তুম দেনা সাথ মেরা, কুলদীপক, সবকি লাডলি বেবো, ভাগ্য, রিসতা ডট কম’র মতো একাধিক টেলিভিশন সিরিয়ালেও কাজ করেছেন রঞ্জন।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন তিনি। মাল্টিপল অরগ্যান বিকল হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ক্রাইম পেট্রোল জিরো রঞ্জন শেহগাল সনি টিভি