Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরো স্টুডিও শুটিং ফ্লোর ভাড়া করে ফিরছেন সালমান


১৩ জুলাই ২০২০ ১২:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুটিং-এ ফিরছেন সালমান খান। লকডাউনের আগেই ৭০ ভাগ শুটিং হয়ে গিয়েছিল তার পরবর্তী ছবি ‘রাধে’র- যা করোনার থাবায় মাঝপথেই বন্ধ হয়ে যায়। আর তাই লকডাউনের অবসর সময়ে পানভেলের বাগান বাড়িতে বসে যদিও বেশ কিছু পোস্ট প্রোডাকশনের কাজ গুছিয়ে নিয়েছেন। এদিকে আনলক হওয়ার পর কিছুটা স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বলিউড। তাই সালমন খানও আর দেরি করলেন না। ‘রাধে’ সিনেমার শুটিংয়ের জন্য একটা পুরো স্টুডিওই ভাড়া করে ফেললেন।

ঈদ উৎসব মানে সালমান খানের ছবি। তাই ২০২০ সালের ঈদের ছবির প্রস্তুতি হিসেবেই ‘রাধে’র শুটিং শুরু করেছিলেন সালমান। কিন্তু চলতি বছরের শুরু থেকে যেভাবে করোনা সারা বিশ্বে ছড়িয়ে পড়ল, তাতে বাধ্য হয়েই সংশ্লিষ্ট ছবির কাজ এবং যথারীতি মুক্তিও পিছিয়ে দিতে হয়েছে ভাইজানকে। এদিকে সংক্রমণের ঝুঁকির কথা মাথায় রেখেও বাইরে শুটিং করতে চাইছেন না তিনি। তাই ‘রাধে’র বাকি অংশটা স্টুডিওর ভিতরেই শুটিংয়ের পরিকল্পনা করছেন তিনি। এক্ষেত্রে স্টুডিওতে শুটিং করলে পর্যবেক্ষণের সুবিধাটাও অনেক বেশি থাকবে। আর সবকিছু ঠিকমত করতে পারলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী কোন একটা সময়ে মুক্তি পেতে পারে ‘রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’।

বিজ্ঞাপন

বলিউড রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর