Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই যুগে এটিএন বাংলা


১৪ জুলাই ২০২০ ১৫:১৬

বুধবার (১৫ জুলাই) পথচলার ২৩ বছর পূর্ণ করে ২৪ বছরে পদার্পণ করছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ শ্লোগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি।

শুরু থেকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মাহফুজুর রহমান। ‘এটিএন বাংলা’ পর তিনি প্রতিষ্ঠা করেন ‘এটিএন নিউজ’।

বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠার প্রচারের বিষয়ে বারবরই প্রাধান্য দিয়েছে। অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের খেলাধুলাকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিয়েছে এটিএন বাংলা। ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত দেশে ও দেশের বাইরে অনুষ্ঠিত বিভিন্ন খেলা নিয়মিতভাবেই সরাসরি সম্প্রচার করে আসছে চ্যানেলটি।

দীর্ঘ পথপরিক্রমায় এটিএন বাংলার অর্জন অনেক। এরমধ্যে উল্লেখযোগ্য হলো ২০০৪ সালের ২২ নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোট পর্দার অস্কারখ্যাত ‘অ্যামি অ্যাওয়ার্ড’ অর্জন। এছাড়াও অসংখ্য সম্মাননা রয়েছে চ্যানেলটির প্রাপ্তির তালিকায়।

চ্যানেলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান করোনা পরিস্থিতির কারণে এ বছর কেক কাটা এবং ফুলেল শুভেচ্ছা গ্রহণ করা হবে না। তবে এটিএন বাংলার পর্দায় দর্শকদের জন্য বেশ কিছু অনুষ্ঠান থাকছে। ২ যুগের পথ চলায় এটিএন বাংলার আর্কাইভে রয়েছে অনেক জনপ্রিয় অনুষ্ঠান।

দিনব্যাপী অনুষ্ঠানমালায় এসব অনুষ্ঠানের পাশাপাশি কণ্ঠশিল্পী ইভা রহমান এবং ড. মাহফুজুর রহমান এর একক সঙ্গীতানুষ্ঠান প্রচার করা হবে। এছাড়াও রাজনীতিবিদ, দেশের বিশিষ্ট নাগরিক এবং গণমাধ্যম ও সাস্কৃতিককর্মীদের অনলাইনে প্রেরিত শুভেচ্ছা প্রচার করা হবে।

বিজ্ঞাপন

এটিএন বাংলা দুই যুগ

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর