Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়ি ফিরলেন ওমর সানি


৭ মার্চ ২০১৮ ১৮:৫১

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

অসুস্থতা কাটিয়ে বাড়ি ফিরলেন অভিনেতা ওমর সানি। চিকিৎসকদের পরমর্শ অনুযায়ী বুধবার (৭ মার্চ) বিকালে বাড়ি ফেরেন ওমর সানি। হার্টের ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

ওমর সানির বড় ছেলে ফারদীন এহসান বলেন, ‘বাবা এখন সুস্থ আছেন। ডাক্তারের পরামর্শ ও ছাড়পত্র নিয়ে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।’

গত সোমবার (৫ মার্চ) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকালে হাসপাতালে যান ওমর সানি। পরীক্ষায় তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয় সানিকে। সেদিন সন্ধ্যায় তার হার্টে একটি রিং পড়ানো হয়। এসময় ওমর সানির স্ত্রী অভিনেত্রী মৌসুমী ও দুই সন্তান হাসপাতালে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর